প্রতিবেদকঃ শেখ হেদায়েতুল্লাহ, খুলনা প্রতিনিধি
রাইসমিল মালিকের নিকট থেকে ঘুষ নেয়া ১ লাখ টাকাসহ ডুমুরিয়া উপজেলা খাদ্য কর্মকর্তাকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার বেলা পৌনে ১২টার দিকে উপজেলা খাদ্য গুদামের তার কার্যালয় থেকে দুর্নীতি দমন কমিশনের অভিযানে তাকে গ্রেফতার করা হয়েছে।
জানা যায় , ডুমুরিয়া উপজেলার আঠারোমাইল এলাকার জামান অটো রাইসমিলের মালিক মো: কামরুজ্জামানের ১১ লাখ টাকার একটি বিল প্রদানের ক্ষেত্রে গড়িমসি ও তালবাহানা করতে থাকে। তাকে বিল না দিতে নানা ছলচাতুরি শুরু করে। এক পর্যায়ে তার সাথে মোটা অংকের টাকার চুক্তি হয়। বিষয়টি শেষমেষ কামরুজ্জামান দুদককে অবহিত করে। সে অনুযায়ী বৃহস্পতিবার সকালে কামরুজ্জামান খাদ্য কর্মকর্তা মো: ইলিয়াস হোসেনকে একটি খামে করে একলাখ টাকা প্রদান করেন। সাথে সাথে খাদ্যগুদামের বাইরে অপেক্ষমান দুদক কর্মকর্তারা ইলিয়াস হোসেনের দপ্তরে হানা দিয়ে তার টেবিলের ড্রয়ারে রাখা ১ লাখ টাকাসহ গ্রেফতার করে। গ্রেফতারের পর তাকে দুর্নীতি দমন কমিশনের খুলনা জেলা সমন্বিত কার্যালয়ে নেয়া হয়।
অভিযানে নেতৃত্বদানকারী দুদকের সহকারী পরিচালক মো: শাওন মিয়া এ বিষয়ে জানান, দীর্ঘদিন ধরে ওই খাদ্য কর্মকর্তা ঘুষ গ্রহণ করে আসছিল। নির্ধারিত অর্থ না পেলে মিলমালিক, ডিলারসহ অন্যদের হয়রানি করেছিল। সেই অভিযোগের প্রেক্ষিতে ডুমুরিয়া উপজেলা খাদ্য কর্মকর্তা মো: ইলিয়াস হোসেনকে গেস্খফতার করা হয়েছে। তার বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করা হবে।এফএম নিউজ…
আপনার এগিয়ে যাওয়ার সঙ্গী…
বিজ্ঞাপন ও বার্তা বিভাগঃ 018-311 06 108