প্রতিবেদকঃ বিপা চৌধুরী, বিনোদন প্রতিনিধি
১৫ জানুয়ারি থেকে শুরু হতে যাচ্ছে নির্মাতা সৈকত নাসির পরিচালিত নতুন ছবি আকবর, ওয়ানস আপন এ টাইম ইন ঢাকা। পরিচালক বলেন, এই সিনেমার গল্প তৈরি হয়েছে ঢাকা কে কেন্দ্র করে। আর এ ছবিতে অভিনয় করছেন চিত্রনায়ক ইমন ও ববি।
ইমন
আসছে ১৫ তারিখ ক্যামেরার সামনে হাজির হচ্ছেন ইমন ও ববি। ছবিতে ববির চরিত্রের নাম সুলতানা। আশি থেকে নব্বই দশকের একজন জনপ্রিয় তারক এর ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে ববিকে। ছবির মূল গল্প করেছেন রওনক ইকরাম। লিখেছেন আসাদ জামান। এবং চিত্রনাট্য করেছেন আবদুল্লাহ জহির বাবু। প্রযোজনা করেছেন ফারুক রেজভি। শোনা যাচ্ছে, সিনেমহল মাল্টিমিডিয়া ইন্টারটেইনমেন্টের প্রযোজনায় নির্মিত হতে যাচ্ছে ছবিটি। পরিচালক আরো জানান, গানের শুটিং দিয়েই শুরু হবে এই ছবির কাজ। ছবিটিতে অভিনয় নিয়ে এফএম নিউজকে ইমন বলেন, ছবিটির গল্প আমার খুব পছন্দ হয়েছে। ছবিটিতে তুলে ধরা হয়েছে রাজধানীর গাং কালচার। আশা করছি দর্শকদের একটি ভাল ছবি উপহার দিতে পারব।
এফএম নিউজ…
আপনার এগিয়ে যাওয়ার সঙ্গী…
বিজ্ঞাপন ও বার্তা বিভাগঃ 018-311 06 108