প্রতিবেদকঃ বিপা চৌধুরী, বিনোদন প্রতিনিধি
১৪ জানুয়ারি পরিচালক রফিক শিকদারের বিরুদ্ধে চলচ্চিত্র শিল্পী সমিতিতে অসদাচরণের অভিযোগ করেন অভিনেত্রী সুচরিতা। সুচরিতা বলেন, রফিক সিকদারের বসন্ত বিকেল ছবিতে আমার অভিনয় করার কথা ছিল। আমি শুটিংয়ের জন্য রীতিমত পাবনা যাই। পরিচালক রফিক শিকদার অসদাচরণ করায় একপর্যায়ে আমি শুটিং রেখে চলে আসতে বাধ্য হই। এ প্রসঙ্গে শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খানের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, এটি খুবই নিন্দনীয় ও দুঃখজনক একটি ঘটনা। সুচরিতা মেম বাংলাদেশের কিংবদন্তী একজন অভিনেত্রী। তিনি শিল্পী সমিতির আজীবন সদস্য। আর রফিক শিকদার একজন জুনিয়র পরিচালক হয়ে একজন সিনিয়র শিল্পীর সাথে অসদাচরণ করার সাহস কোথা থেকে পায়?!! আমার এটা ভাবতে অবাক লাগছে। সাংগঠনিকভাবে আমরা এ ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করব। আমরা এর মধ্যেই লিখিত অভিযোগ পেয়েছি। চিঠি পেয়ে পরিচালক সমিতিতে চিঠি দিয়েছি।তাদের উপর শিল্পী সমিতির আস্থা আছে। তারাএই ব্যাপারটি একটি সুন্দর সমাধান দেবেন বলে আশা করছি। পরিচালক সমিতির সিদ্ধান্তের ওপর ভিত্তি করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। সিনিয়র অভিনেত্রী সুচরিতার সাথে অসদাচরণ করায়, পরবর্তী সিদ্ধান্ত না দেওয়া পর্যন্ত সমিতির সকল সদস্যকে পরিচালক রফিক শিকদারের যেকোনো শুটিং এবং ডাবিং থেকে বিরত থাকার জন্য অনুরোধ জানানো যাচ্ছে।জাযেদ খান আরও বলেন , আমার বিশ্বাস পরিচালক সমিতি রফিক শিকদার বিরুদ্ধে কঠিন ও দৃষ্টান্তমূলক মূলক শাস্তির ব্যবস্থা করবেন। এই পরিচালকের বিরুদ্ধে এর আগেও বিভিন্ন ধরনের অভিযোগ উঠেছিল। আশা করছি এবার রফিকের দৃষ্টান্ত বিচার হবে। পরিচালক রফিক শিকদার এর ব্যাপারে বলেন, তিনি শ্যুটিং সেটে এসে আমার ছোট ভাইকে শুধু গালাগালি করেন। আমি এ ব্যাপারে জানতে চাইলে তিনি আমাকেও গালাগালি করেন। এক পর্যায়ে উভয়ের মধ্যে কথা কাটাকাটি শুরু হয় এবং তিনি শুটিং ফেলে রেখে চলে আসেন। উল্লেখ্য, তিনি একজন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী। তার আসল নাম বেবী হেলেন হলেও ঢাকাই চলচ্চিত্রে তিনি সুচরিতা নামে পরিচিত।সুচরিতার অভিনয় জীবন শুরু হয়েছিল শিশুশিল্পী থেকে। পরে বহু ছবিতে তিনি নায়িকার ভূমিকায় অভিনয় করেন। পেয়েছেন আকাশচুম্বী জনপ্রিয়তা। ১৯৭২ সালে আজিজুর রহমানের স্বীকৃতি ছবিতে প্রথম নায়িকা হিসেবে অভিনয় করেন। ১৯৭৭ সালে আব্দুল লতিফ বাচ্চু পরিচালিত জাদুর বাঁশি ছবিটি তাকে জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে দেয়। ইলিয়াস কাঞ্চন, ওয়াসিম এবং উজ্জলের সঙ্গে বেশ কিছু রোমান্টিক ছবিতে তার জুটি গড়ে ওঠে।
এফএম নিউজ…
আপনার এগিয়ে যাওয়ার সঙ্গী…
বিজ্ঞাপন ও বার্তা বিভাগঃ 018-311 06 108