প্রতিবেদক: সানজিতা আক্তার সাথী (প্রশিক্ষণার্থী), বি-বাড়িয়া
বিশ্বের সবচেয়ে সুন্দর নোট বাংলাদেশের দুই টাকা। এক পিঠে শহীদ মিনার অন্য পিঠে জাতীয় পাখি দোয়েল। দুই পিঠেই শান্তির সাদা বৃত্ত। এই চিত্রকল্প বাংলাদেশের ২ টাকার নোটের এবং এটি পৃথিবীর সবচেয়ে সুন্দরতম নোট হিসেবে নির্বাচিত হয়েছে। রাশিয়ার একটি বিনোদন বিষয়ক অনলাইনের মাধ্যমে এটি জানা যায়।বিশ্বব্যাপী অনলাইন পাঠকদের কাছ থেকে মত নিয়ে সেরা নোট এর তালিকা তৈরি করেছে রাশিয়া। বাংলাদেশের ২ টাকার নোট ব্যাংক নোট নয়। ১৯৮৮ সালের ২৯ শে ডিসেম্বর এই নোট বাজারে ছাড়া হয়। শুধু বাংলাদেশ নয়, বিশ্বের প্রতিটি দেশের সরকার স্বাধীনতার প্রতীক অথবা নির্দেশন হিসেবে কিছু নোট বাজারে ছাড়ে।বাংলাদেশের স্বাধীনতার প্রতীক এক টাকা এবং দুই টাকার নোট এবং বিভিন্ন মানের পয়সাগুলি। রাশিয়ার ওয়েবসাইট মোতাবেক দ্বিতীয় স্থানে রয়েছে সাও টোমের ৫০ হাজার মূল্যমানের ডোবরা নোট, তৃতীয় স্থানে রয়েছে বাহামার ১ ডলারের নোট,চতুর্থ স্থানে আছে বাহরাইনের ৫ দিনারের নোট,পঞ্চম স্থানে আছে জর্জিয়ার ১০ লারি নোট। এছাড়াও ষষ্ঠ থেকে বিশতম অবস্থানে রয়েছে হংকং, আইল্যান্ড, ইসরাইল, নিউজিল্যান্ড, রোমানিয়া,মালদ্বীপ সুইজারল্যান্ড, জাপান ও সুইডেনসহ আরো অনেক দেশের নোট।
এফএম নিউজ…
আপনার এগিয়ে যাওয়ার সঙ্গী…
বিজ্ঞাপন ও বার্তা বিভাগঃ 018-311 06 108