প্রতিবেদকঃ শেখ হেদায়েতুল্লাহ, খুলনা প্রতিনিধি
সাংবাদিক মানিক চন্দ্র সাহার ১৬তম হত্যাবার্ষিকী উপলক্ষে বুধবার বিভিন্ন কর্মসূচী পালিত হয়েছে। কর্মসূচীর মধ্যে ছিল খুলনা প্রেসক্লাব চত্বরে অবস্থিত সাংবাদিক স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি অর্পণ, আলোচনা ও স্মরণসভা, প্রদীপ প্রজ্জ্বলন।
বুধবার বেলা পৌনে ১১টায় খুলনা প্রেসক্লাবের উদ্যোগে শহীদ সাংবাদিক স্মৃতিস্তম্ভে পুষ্পমাল্য অর্পণ করা হয়। পরে প্রেসক্লাব মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এছাড়া খুলনা সাংবাদিক ইউনিয়নের উদ্যোগে স্মৃতিস্তম্ভে পুষ্পমাল্য অর্পণ ও পরে আলোচনা সভা করা হয়েছে। রতন সেন পাবলিক লাইব্রেরি, মানিক সাহার পরিবার, উদীচীসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে খুলনা প্রেসক্লাব চত্বরের শহীদ সাংবাদিক স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়।
প্রেসক্লাবের আলোচনা সভায় প্রেসক্লাবের সভাপতি এসএম নজরুল ইসলাম সভাপতিত্ব করেন। সভা সাধারণ সম্পাদক মামুন রেজার সঞ্চালনায় বক্তব্য দেন ক্লাবের সাবেক সভাপতি ওয়াদুদুর রহমান পান্না, মকবুল হোসেন মিন্টু, এ কে হিরু, শেখ আবু হাসান, এসএম হাবিব, আওয়ামী লীগ নেতা শ্যামল সিংহ রায়, সাংবাদিক মানিক সাহার ভাই প্রদীপ সাহা প্রমুখ।
খুলনা সাংবাদিক ইউনিয়নের সভাপতি মো. মুন্সি মাহবুব আলম সোহাগের সভাপতিত্বে ইউনিয়ন কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভা পরিচালনা করেন কেইউজের সম্পাদক সায়েদুজ্জামান সম্রাট।
২০০৪ সালের ১৫ জানুয়ারি খুলনা প্রেসক্লাবের অদুরে অজ্ঞাতনামা দুর্বৃত্তদের বোমা হামলায় নিহত হন সাংবাদিক মানিক সাহা। সেসময়ে তিনি দৈনিক সংবাদ ও নিউএজ পত্রিকার খুলনার জ্যেষ্ঠ প্রতিবেদক, একুশে টিভির প্রতিনিধি ও বিবিসি বাংলার খণ্ডকালীন সংবাদদাতা ছিলেন তিনি। তিনি ২০০৯ সালে মরণোত্তর একুশে পদকে ভূষিত হন সাংবাদিক মানিক সাহা।এফএম নিউজ…
আপনার এগিয়ে যাওয়ার সঙ্গী…
বিজ্ঞাপন ও বার্তা বিভাগঃ 018-311 06 108