সাংবাদিক মানিক সাহার ১৬তম হত্যা বার্ষিকী বুধবার

0
294

প্রতিবেদকঃ শেখ হেদায়েতুল্লাহ, খুলনা প্রতিনিধি
সাংবাদিক মানিক সাহার ষোলতম হত্যাবার্ষিকী ১৫ জানুয়ারি বুধবার। ২০০৪ সালের এই দিনে ( ১৫ জানুয়ারি) খুলনা প্রেসক্লাবের অদুরে দুর থেকে বোমা ছুড়ে খুনীরা তাঁকে হত্যা করে। ২০১৬ সালের ৩০ নভেম্বর এই হত্যা মামলার বিচার কাজ শেষে রায় দেয়া হয়।
১৬তম হত্যাবার্ষিকী উপলক্ষে বিভিন্ন কর্মসূচী পালিত হয়ে আসছে। কর্মসূচীর অংশ হিসেবে খুলনা সাংবাদিক ইউনিয়ন কেইউজে’র পক্ষ থেকে খুলনা প্রেসক্লাবের শহীদ স্মৃতিস্তম্ভে মাল্যদান ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে। খুলনা প্রেসক্লাক, মানিক সাহা স্মৃতি পরিষদ, বাংলাদেশের কমমিউনিস্ট পার্টি খুলনা শাখা, ছাত্র ইউনিয়ন, উদীচীসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠণ বিভিন্ন কর্মসূচী পালন করে থাকে। খুলনা প্রেসক্লাবও অনুরুপ কর্মসূচী গ্রহণ করেছে।
দেশজুড়ে সাংবাদিক হত্যার এই চাঞ্চল্যকর ঘটনায় ২০১৬ সালের ৩০ নভেম্বর এই হত্যা মামলার বিচার কাজ শেষে রায় দেয়া হয়। যথাযথ সাক্ষীর অভাবে কোন আসামীর দৃষ্টান্তমূলক সাজা হয়নি। রায় ঘোষণাকালে বিভাগীয় দ্রুত বিচার ট্রাইবুনালের তৎকালিন বিজ্ঞ বিচারক জেলা ও দায়রা জজ এম এ রব হাওলাদার তাঁর পর্যবেক্ষণে বলেন, তদন্তে দুর্বলতার পাশাপাশি যথাযথ সাক্ষ্য পাওয়া যায়নি। তিনি আরও বলেছিলেন, সাক্ষ্য যথাযথ না পাওয়ায় অপরাধীদের মৃত্যুদন্ড দেয়া গেল না। এতে ১১ আসামীর মধ্যে ৯ জনকে যাবজ্জীবন কারাদন্ড, দশ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের দন্ড দেয়া হয়। হত্যা মামলায় এসব আসামীদের সাজা হলেও বিষ্ফোরক মামলায় কোন আসামীকে সাজা দেয়া যায়নি।
অতি দ্রুততার সাথে ২০০৪ সালের ২০ জুন হত্যা মামলার চার্জশীট (অভিযোগপত্র) দেয়া হয়। এ সময়ে তদন্তকারী কর্মকর্তা ছিলেন গোয়েন্দা বিভাগের পরিদর্শক কাজী আতাউর রহমান এবং খুলনা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোশারফ হোসেন। আসামী ছিল ১৩ জন। একই আসামীদের অভিযুক্ত করে বিষ্ফোরক মামলার অভিযোগপত্র জমা দেয়া হয় বেশ পরে ২০০৭ সালের ১৯ মার্চ। তদন্তকারী কর্মকর্তা ছিলেন খুলনা সদর থানার উপ-পরিদর্শক আসাদুজ্জামান।
পরে হত্যা মামলাটির অধিকতর তদন্ত হয়। এই অধিকতর তদন্তে সম্পুরক চার্জশীট জমা পড়ে ২০০৭ সালের ২ ডিসেম্বর। তদন্তকারী কর্মকর্তা ছিলেন গোয়েন্দা পুলিশের পরিদর্শক চিত্তরঞ্জন পাল। তিনি আরও একজন আসামী যোগ করেন। মোট আসামী হয় ১৪ জন। বিচার কার্যক্রম শুরু হওয়ার আগেই আসামীদের মধ্যে তিন জন ক্রসফায়ারে মারা পড়ে। ১১ আসামী নিয়ে বিচার কার্যক্রম শুরু হয়

এফএম নিউজ…

আপনার এগিয়ে যাওয়ার সঙ্গী…

বিজ্ঞাপন ও বার্তা বিভাগঃ 018-311 06 108