প্রতিবেদকঃ বিপা চৌধুরী, বিনোদন প্রতিনিধি
অপুকে বিয়ে করছেন বাপ্পি! শিরোনমটি আঁতকে যাওয়ার মতো। ঘটনাটি সত্যিও বটে কিন্তু সেটি বাস্তবে নয় সিনেমার র্পদায়। নির্মাতা দেবাশীষ বিশ্বাস পরিচালিত শ্বশুরবাড়ি জিন্দাবাদ ২ ছবিতে এমন চরিত্রে অভিনয় করেছেন এ সময়ের জনপ্রিয় নায়ক বাপ্পি। ছবিটি সম্প্রতি সেন্সর ছাড়পত্র পেল। ছবিটিতে বাপ্পির বিপরীতে অভিনয় করছেন চিত্রনায়িকা অপু বিশ্বাস। অপু বিশ্বাসের সাথে বাপ্পির এটি প্রথম ছবি। নির্মাতা দেবাশীষ বিশ্বাস বলেন, অপু বিশ্বাস এর আগে শাকিব খানের সাথে ৭০ টিরও বেশি চলচ্চিত্রে জুটি বেঁধে অভিনয় করেছে। সেগুলো প্রায় ছবি দর্শক জনপ্রিয়তা পেয়েছে। এবার প্রথমবার অপু বাপ্পির সাথে জুটি বেঁধে একটি ছবিতে কাজ করলো। আশাকরছি এটিও দর্শক জনপ্রিয়তা পাবে। সম্প্রতি ছবিটি সেন্সর ছাড়পত্র পেয়েছে। এবার প্রযোজনা প্রতিষ্ঠানের সাথে কথা বলে ছবিটি মুক্তির দিন নির্ধারণ করা হবে। সেন্সর বোর্ডের সদস্য এবং বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক সমিতির সভাপতি খোরশেদ আলম খসরু বলেন, ছবিটি আমরা দেখেছি। অনেক ভালো লেগেছে। এটি একটি সময়োপযোগী গল্প। হাস্যরসের মধ্য দিয়ে ছবিটিতে মানুষের জীবনের গল্প বলা হয়েছে। আশা করছি ছবিটি সবাই পছন্দ করবেন। শ্বশুরবাড়ি জিন্দাবাদ ২ পরিচালনার পাশাপাশি ছবিটির চিত্রনাট্য করেছেন দেবাশীষ বিশ্বাস। ছবিটি প্রযোজনা করছে বেঙ্গল মাল্টিমিডিয়া। ছবিটির কাহিনী লিখেছেন, আবদুল্লাহ জহির বাবু। এর আগে দেবাশীষ বিশ্বাস পরিচালিত শ্বশুরবাড়ি জিন্দাবাদ ছবিটি মুক্তি পেয়েছিল ২০০১ সালে। ওই সময় ছবিটিতে অভিনয় করেছিল রিয়াজ শাবনুর। রিয়াজ শাবনূর অভিনীত ছবিটি ব্যবসাসফল হয়। তবে শ্বশুরবাড়ি জিন্দাবাদ ২ একেবারেই আগের ছবিটি সিক্যুয়াল নয় এমনটাই জানিয়েছেন পরিচালক। নন্দিত পরিচালক দিলীপ বিশ্বাসের ছেলে দেবাশীষ বিশ্বাস চলচ্চিত্রে অভিষেক ঘটে ২০০১ সালে শ্বশুরবাড়ি জিন্দাবাদ ছবিটি দিয়ে। পর বেশ লম্বা বিরতি নিয়ে ২০১৩ তে নির্মাণ করেন দ্বিতীয় ছবি শুভ বিবাহ। এই ছবিটিতে অভিনয় করেছিলেন, ফেরদৌস, অপু বিশ্বাস, রিয়াজ, নিপুন, আমির খান ও পূর্ণিমা। এক ঝাঁক তারকা নিয়ে নির্মাণ করা হয় শুভ বিবাহ ছবিটি। তৃতীয় ছবি আরিফিন শুভ এবং আইরিনকে নিয়ে নির্মাণ করা ভালোবাসা জিন্দাবাদ ছবিটি। এরপর পরিচালনা করেন শিপন ও তমা মির্জা কে নিয়ে ‘চলো পালাই’ ছবিটি।
এফএম নিউজ…
আপনার এগিয়ে যাওয়ার সঙ্গী…
বিজ্ঞাপন ও বার্তা বিভাগঃ 018-311 06 108
অপু এই সময়ের জনপ্রিয় নায়কা এই কথাটা কি না লিখলে হতনা ভাইয়া।কিভাবে সে এই সময়ের জনপ্রিয় নায়কা?
tai?
এই সিনেমাটা দেখার অপেক্ষায় আছি
tnx
Comments are closed.