পাটকল শ্রমিকদের নতুন মজুরী কমিশন অনুযায়ী পে-স্লিপ প্রদান

0
337

প্রতিবেদকঃ শেখ হেদায়েতুল্লাহ, খুলনা প্রতিনিধি
সরকারের দেয়া প্রতিশ্রুতি অনুয়ায়ী বৃহস্পতিবার নতুন মজুরী কমিশন অনুযায়ী রাষ্ট্রায়াত্ত¡ পাটকল শ্রমিকদের পে-স্লিপ দেয়া হয়েছে। প্রত্যেক শ্রমিকের নিজস্ব নামে এ স্লিপ প্রদান করা হয়। সরকারের পক্ষ থেকে মিলগুলোতে অর্থ বরাদ্দ দেয়া হলে শ্রমিকরা এ টাকা উত্তোলন করতে পারবেন। ইতোমধ্যে প্রতিটি মিলেই ৭ সপ্তাহের মজুরী পাওনা রয়েছে শ্রমিকদের। শ্রমিকদের পে স্লিপ দেয়া হলেও কবে নাগাদ অর্থ পাবেন এ বিষয়টি এখনও নিশ্চিত করে কেউ বলতে পারছেন না। এদিকে নতুন মজুরী কমিশন অনুয়ায়ী পে-স্লিপ হাতে পাওয়ায় শ্রমিকরা আনন্দ উল­াস করেছেন। তারা বেলা ১১টার দিকে খালিশপুর শিল্পাঞ্চলে স্লিপ হাতে নিয়ে আনন্দ মিছিল করেছেন।
খুলনায় রাষ্ট্রীয় মালিকানার পাটকল রয়েছে নয়টি যার শ্রমিক সংখ্যা প্রায় ৩০ হাজার। এর মধ্যে স্থায়ী শ্রমিক প্রায় সাড়ে ১১ হাজার। বদলী শ্রমিক রয়েছে আরও প্রায় ১৯ হাজার। খুলনা জোনের পাটকলগুলো হচ্ছে খালিশপুর শিল্পাঞ্চলের খালিশপুর জুট মিলস, দৌলতপুর জুট মিল, প্লাটিনাম জুবিলী জুট মিল, ক্রিসেন্ট জুট মিল। আটরা শিল্প এলাকায় আলিম জুট মিল ও ইস্টার্ন জুট মিল। যশোরের নওয়াপাড়ায় জেজে আই (যশোর জটি ইন্ডাস্ট্রি) ও কার্পেটিং জুট মিল। এসকল জুটমিলগুলোতে বর্তমানে উৎপাদন চালিয়ে যাওয়ার মত পাট নেই। শ্রমিকেরা শুধুমাত্র মিলে হাজিরা দিচ্ছে। পাট না থাকায় উৎপাদনও নেই। উৎপাদন না থাকায় আয়ও নেই। শ্রমিকদের কর্মসপ্তাহ বাড়ছে। ক্রিসেন্ট জুট মিলের শ্রমিক নেতা মো: মুরাদ হোসেন বলেন, বৃহস্পতিবার নতুন মজুরী কমিশন অনুযায়ী শ্রমিকদের সাপ্তাহিক মজুরী দেয়ার স্লিপ দেয়া হবে।
প্লাটিনাম জুবিলী জুট মিলের সিবিএ সভাপতি শাহানা শারমিন এ বিষয়ে বলেন, বৃহস্পতিবার সকাল ১০টায় শ্রমিকদের কাছে স্লিপ প্রদান করা হয়। দুপুরের পরের সিপ্টে যারা কাজে আসেন তাদেরকে দুপুরের পর এ স্লিপ দেয়া হয়েছে বলে জানান তিনি।
ক্রিসেন্ট জুট মিলের প্রকল্প প্রধান মো: নজরুল ইসলাম খান বলেন, শ্রমিকদের ২০১৫ সালের নতুন মজুরী কমিশন অনুয়ায়ি ৪ জানুয়ারি থেকে ৯ জানুয়ারি এই এক সপ্তাহের মজুরীর স্লিপ শ্রমিকদের প্রদান করা হয়েছে। বিজেএমসি থেকে এখনও অর্থ পাওয়া যায়নি। অর্থ প্রাপ্তি সাপেক্ষে শ্রমিকদের বকেয়া পরিশোধ করা হবে।
বিজেএমসি (বাংলাদেশ জুট মিলস কর্পোরেশন) খুলনার আঞ্চলিক লিয়াঁজো অফিসার মো: বনিজ উদ্দীন মিয়া জানান, শ্রমিকদের দাবি সরকার মেনে নিয়ে নতুন মজুরী কমিশন অনুযায়ী মজুরী দেয়ার ঘোষণা দিয়েছে। সে অনুয়ায়ি তাদেরকে স্ব স্ব নামে মজুরীর স্লিপ দেয়া হয়েছে। সরকার অর্থ বরাদ্দ দিলে শ্রমিকদের বকেয়া পরিশোধ করতে পারবে মিলগুলো।
প্রসঙ্গত: পাটকল শ্রমিকরা ২০১৫ সালের ১ জুলাই থেকে কার্যকর হওয়া মজুরী কমিশন বাস্তবায়নের জন্য আন্দোলন করে। গত সাড়ে ৪ বছরে নানা কর্মসূচী পালন করে তারা। সর্বশেষ গত ডিসেম্বর থেকে তারা কঠোর কর্মসূচী পালন শুরু করে। শ্রমিকদের দাবি নিয়ে ১৫, ২২ ও ২৬ ডিসেম্বর তিন দফা বৈঠক হয়। সর্বশেষ ২৬ ডিসেম্বরের বৈঠকে মজুরী কমিশন বাস্তবায়নের বিষয়ে কোনো সুরাহা না হওয়ায় ওই দিন (২৯ ডিসেম্বর) দুপুর থেকে আবারও ১১ দফা দাবিতে আমরণ অনশন করার ঘোষণা দেন শ্রমিক নেতারা।

এফএম নিউজ…

আপনার এগিয়ে যাওয়ার সঙ্গী…

বিজ্ঞাপন ও বার্তা বিভাগঃ 018-311 06 108