অভিনেতার পরিকল্পনাই অভিনয় করা; আমিও এর ব্যতিক্রম নই

0
583

প্রতিবেদকঃ বিপা চৌধুরী, বিনোদন প্রতিনিধি

নিয়মিত মঞ্চে অভিনয় করছেন তন্ময় বিশ্বাস। বর্তমানে পদাতিক নাট্যসংসদের হয়ে কাজ করছেন। কাজ করছেন কয়েকটি রেপাটরী নাট্যদলের সঙ্গেও। ছোটবেলায় বিটিভিতে মঞ্চ নাটক দেখার সময়েই মঞ্চের প্রতি আগ্রহ তৈরি হয় তার। সেখানে গুণী অভিনেতাদের অভিনয় দেখে ভাবতেন কখনও ঢাকায় পড়াশোনা করতে গেলে থিয়েটারে যুক্ত হব, অভিনয় করব।

image

একজন অভিনেতার অভিনয়ের শক্ত গাঁথুনি থিয়েটার থেকেই হয়। একজন অভিনেতা থিয়েটারে নিজেকে নিয়ে নানা ধরনের নিরীক্ষাধর্মী কাজ করতে পারে যা টিভি মিডিয়ায় সম্ভব নয়। সেক্ষেত্রে টিভি মিডিয়ায় অভিনয়ের আগে অভিনয়টাকে রপ্ত করার জন্যই মূলত থিয়েটারে আসা তন্ময়ের। তবে টিভি নাটকে অভিনয় করা মানেই যে সব পারা তা কিন্তু নয়, থিয়েটার থেকে প্রতিনিয়ত শিখছি এবং শিখব বলে সন্তব্য করেছেন তিনি।

তন্ময় থিয়েটার নিয়ে বলেন, বাংলাদেশে থিয়েটার চর্চায় পেশাদারিত্ব নেই। কেউ কেউ মনে করে, পেশাদারিত্ব মানেই শো করব, খামে ভরে কিছু টাকা দিয়ে দেবে। কিন্তু আমার কাছে পেশাদারিত্ব বলতে কাজের প্রতি দায়িত্ববোধকে বুঝি। কিন্তু আমাদের দেশে থিয়েটার চর্চার ক্ষেত্রে বড় প্রতিবন্ধকতা দায়িত্বহীনতাই। এজন্যই অনেকেই অভিনেতা হওয়ার স্বপ্ন নিয়ে এলেও থিয়েটার চর্চার নিয়ম মানতে না পারায় অল্প সময়েও ঝড়ে যায়।

একজন অভিনেতাকে কাদামাটি হতে হয়। নির্দেশক বা পরিচালক তাকে যেমন খুশি চরিত্রে কাজ করিয়ে নিতে পারে। তাই অভিনেতা হিসেবে তন্ময বিশ্বাস সব সময় যে কোন চরিত্রে অভিনয় করার জন্য প্রস্তুত বলে জানিয়েছেন।

তবে তার অভিনয়ের যাত্রা শুরু হয় ২০০৭ সালের ২১ ফেব্রুয়ারি। থিয়েটার ল্যাব প্রযোজিত এবং আহমেদুল করিম ইয়াং নির্দেশিত মুনীর চৌধুরীর কবর নাটকে প্রথম অভিনয় করেন। পরে ২০১১ সাল থেকে নিয়মিত পদাতিক নাট্য সংসদে কাজ করেন। পদাতিক নাট্য সংসদের ম্যাকবেথ, জনমাঙ্ক, বেদের মেয়ে, কালরাত্রিতে কাজ করার সুযোগ হয়েছে তার। এছাড়াও ট্রাইব্যুনাল, স্বাধীনতা সংগ্রাম, তাহাদের কথা, পরিচয় ও তারামন বিবি পথনাটকেও কাজ করেছেন।

এছাড়াও রেপাটরী থিয়েটারে অভিনীত নাটকগুলোর মধ্যে আছে- স্টেইজ ওয়ান ঢাকার ‘দ্য জু স্টোরি’, মূল রচনা এডওয়ার্ড এলবির, রূপান্তর ও নির্দেশনা দিয়েছেন ডমিনিক গোমেজ। থিয়াট্রন ঢাকার ‘সিচুয়ানের সুকন্যা’ , নির্দেশনা দিয়েছেন সম্রাট প্রামাণিক। শিল্পকলা একাডেমির প্রত্ননাটক ‘মহাস্থানে’, নাটকের নির্দশনা দিয়েছেন লিয়াকত আলী লাকি।

অভিনেতার পরিকল্পনাই অভিনয় করা। তাই তন্ময় বিশ্বাসও এর ব্যতিক্রম নন। অভিনয়টা করে যেতে চান এটাই তার এখনকার পরিকল্পনা।

তথ্য সহযোগীতাঃ দৈনিক সংবাদ (অনলাইন)

এফএম নিউজ…

আপনার এগিয়ে যাওয়ার সঙ্গী…

বিজ্ঞাপন ও বার্তা বিভাগঃ 018-311 06 108