প্রতিবেদকঃ বিপা চৌধুরী, বিনোদন প্রতিনিধি
আজ বেসরকারি স্যাটেলাইট চ্যানেল এশিয়ান টিভির ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী। একসঙ্গে, এশিয়ান রেডিও ৯০.৮ এফএম এর আজ জন্মদিন। আর এই জন্মদিন উপলক্ষে আজ দিনব্যাপী রাজধানীর গুলশানে শুটিং ক্লাব মিলনায়তনে প্রতিষ্ঠান দুটির উদ্যোগে আয়োজন করা হয়েছে জমকালো অনুষ্ঠানমালা। দিনভর থাকছে আনন্দ উৎসব, আর শুভানুধ্যায়ীদের সাথে শুভেচ্ছা বিনিময়, অতিথি বরণ এবং গুণী সব শিল্পীদের পরিবেশনায় নানান সাংস্কৃতিক অনুষ্ঠান। শুটিং ক্লাব মিলনায়তনে সকাল ১০ টায় চলবে দিনব্যাপী, উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাংলাদেশ স্বরাষ্ট্রমন্ত্রী জামান খান কামাল এমপি, এবং মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম. মোজাম্মেল হক এমপি।
অনুষ্ঠানে প্রতিষ্ঠানের চেয়ারম্যান আলহাজ্ব হারুন উর রশিদ সিআইপি এবং সিনিয়র ভাইস চেয়ারম্যান শিল্পপতি লিয়াকৎ আলী খান মুকুলসহ দেশবরেণ্য সব বুদ্ধিজীবী, সাংবাদিক, শিল্পী, রাজনীতিক, এবং সাংস্কৃতিক ব্যক্তিত্ব গন উপস্থিত থাকবেন। অনুষ্ঠানটি এশিয়ান টিভি সরাসরি সম্প্রচার করবে আর যাতে থাকবে জনপ্রিয় শিল্পীদের সমন্বয়ে জমকালো সংগীতা অনুষ্ঠান।
এফএম নিউজ এর পক্ষ থেকে এশিয়ান টিভি এবং এশিয়ান রেডিও কে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা।
এফএম নিউজ…
আপনার এগিয়ে যাওয়ার সঙ্গী…
বিজ্ঞাপন ও বার্তা বিভাগঃ 018-311 06 108