প্রতিবেদকঃ শামিমা আফরোজ, অনিয়ম ও অপরাধ বিভাগ
রাজধানীর সবুজবাগে এক কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। সোমবার রাতে ওই ছাত্রীকে আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করা। সূত্র অনুযায়ী জানা যায় জাহিদুল ইসলাম নামধারি এক যুবক কলেজছাত্রীকে উত্ত্যক্ত করতো। সোমবার কোচিং থেকে বাড়ি ফেরার পথে তাকে রাস্তায় একলা পেয়ে জঙ্গলে ধরে নিয়ে যায় এই যুবক। জোর করে তাকে ধর্ষণের চেষ্টা করে। ছাত্রীর চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে জাহিদ পালিয়ে যায়। ধর্ষণের চেষ্টার সময় ব্যর্থ হওয়ার কারণে প্রচুর মারধর করে মেয়েটিকে। মেয়েটিকে হাসপাতালে ভর্তি করা হয়। তারপর মেয়েটির পরিবারের অনুমতি সাপেক্ষে সবুজবাগ থানায় একটি মামলা দায়ের করা হয়।
এফএম নিউজ…
আপনার এগিয়ে যাওয়ার সঙ্গী…
বিজ্ঞাপন ও বার্তা বিভাগঃ 018-311 06 108