প্রতিবেদকঃ শামিমা আফরোজ, অনিয়ম ও অপরাধ বিভাগ
যশোরের অভয়নগর উপজেলার প্রেমবাগ মজুমদার পাড়ায় গরু চোর সন্দেহে গণপিটুনিতে তিনজন নিহত হয়েছেন। গরু চোর সন্দেহে জনি শেখ নামে একজনকে আটক করেছেন গতকাল ভোর চারটার দিকে। এই ঘটনায় ১৩ তারিখ বিকাল পর্যন্ত নিহত দুজনের পরিচয় নিশ্চিত করতে পেরেছে পুলিশ। তাদের মধ্যে একজন খুলনার রেলিগেট এলাকায় সোহেল অন্যজন সৈকত। স্থানীয়রা জানান শেষ রাতের দিকে দুটি মিনিট্রাক নিয়ে কয়েকজন চোর যশোর সদর উপজেলার গ্রামের খোরশেদ আলী বাড়িতে যায়।। তিনটি গরু চুরি করে পালানোর সময় বাড়ির লোকজন টের পেয়ে চিৎকার শুরু করে। মাইকে মসজিদে ঘোষণা দিয়ে চলতে পিছু ধাওয়া করা হয়। মহানগর উপজেলার প্রেমবাগ মজুমদার তিন জনকে ধরে গণপিটুনি দেয় স্থানীয়রা। তখন তাদের অবস্থা বেগতিক দেখে গুরুতর অবস্থার কথা ভেবেই স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নেওয়া হয় তাদেরকে। দুজন ঘটনাস্থলেই মারা যায় এবং স্বাস্থ্য কেন্দ্রে নিতে রাস্তায় মারা যান আরো একজন। তবে পুলিশ অভিযান চালিয়ে পদ্ধতির মধ্যে জনি শেখ নামের একজনকে আটক করতে সক্ষম হয়। পুলিশ জানান আরও ৬ জন এর সাথে জড়িত ছিল। পালিয়ে যেতে সক্ষম হয় তাদের মধ্যে একজন জনি। বাগেরহাট জেলার লাভপুর গ্রামের আব্দুল ওয়াহাবের ছেলে। তার কাছ থেকে গরু তিনটি উদ্ধার হয়েছে।
এফএম নিউজ…
আপনার এগিয়ে যাওয়ার সঙ্গী…
বিজ্ঞাপন ও বার্তা বিভাগঃ 018-311 06 108