‘বেদের মেয়ে জোসনা’ সিনেমার প্রযোজক আব্বাস আর নেই

0
397

প্রতিবেদকঃ বিপা চৌধুরী, বিনোদন প্রতিনিধি

না ফেরার দেশে চলে গেলেন সর্বকালের ব্যবসাসফল ছবি বেদের মেয়ে জোসনা ছবির প্রযোজক আব্বাস উল্লাহ। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক পরিবেশক সমিতির সভাপতি খোরশেদ আলম খসরু বলেন, বিকেল ৫টা ৩০ মিনিটে বনানী চেয়ারম্যান বাড়ির নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল প্রায় ৬৫ বছর। আব্বাস উল্লাহ এমনই একজন মানুষ ছিলেন যিনি কিনা সিনেমার চাকা সচল রাখতে নিয়মিতই টাকা লগ্নি করতেন। নিজে অভিনয় করতেন। এই প্রযোজকের বাবা ছিলেন আব্দুল হামিদ সাবেক বনানী পৌরসভার চেয়ারম্যান। তারি নামে রাজধানীর বনানীতে চেয়ারম্যান বাড়ি নামকরণ করা হয়েছে।

আব্বাস উল্লাহ ছিলেন দেশীয় চলচ্চিত্রের সফল অন্যতম প্রযোজনা প্রতিষ্ঠান আনন্দমেলা চলচ্চিত্রের একজন কর্ণধার। পরিচালক মতিউর রহমান পানুর সঙ্গে যৌথ ভাবে এই প্রযোজনা প্রতিষ্ঠানটি পরিচালনা করতেন তিনি। বনানীর চেয়ারম্যান বাড়ি জামে মসজিদে তার বাদ জোহর জানাজার পর ঢাকাতেই বনানীর পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

উল্লেখ্য, তিনি আনন্দমেলা চলচ্চিত্রের ব্যানারে বেদের মেয়ে জোসনা, মনের মাঝে তুমি, পাগল মন, জ্বী হুজুরসহ অনেক দর্শকপ্রিয় ও ব্যবসা সফল বাংলা চলচ্চিত্র নির্মাণ করেছেন। ব্যক্তি গত ভাবে প্রযোজনার পাশাপাশি চলচ্চিত্র অভিনয় করেছেন আব্বাস উল্লাহ। বছর দুই ধরে তিনি শারীরিকভাবে বেশ অসুস্থ ছিলেন। তার মৃত্যুতে বাংলা চলচ্চিত্রের যে ক্ষতি হলো সত্যি তা অপূরণীয়। এফএম নিউজ তার মৃত্যুতে গভীরভাবে শোকাহত।

এফএম নিউজ…

আপনার এগিয়ে যাওয়ার সঙ্গী…

বিজ্ঞাপন ও বার্তা বিভাগঃ 018-311 06 108