যশোরে শিশুসহ একই পরিবারের দুই বোন, ভাবি একসাথে চারজন নিহত

0
409

প্রতিবেদকঃ শামিমা আফরোজ, যশোর প্রতিনিধি

যশোরের দুমড়ে-মুচড়ে গেছে প্রাইভেট কার। তাদের বহনকৃত প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক পিলারে আঘাত করল। শনিবার রাতে ২টার দিকে যশোর শহরের বিমান অফিস মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। যশোর জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা ডা. কাজল কান্তি মল্লিক জানান, হাসপাতালে আনার আগেই তাদের মৃত্যু হয়েছে। দুর্ঘটনায় নিহতরা হলেন- যশোর শহরের লোন অফিসপাড়ার ইয়াসিন আলীর মেয়ে ডা. তনিমা ইয়াসমিন পিয়াশা (২৫), তানজিলা ইয়াসমিন ইয়াশা (৩০) ও তার পুত্রবধূ তিথী (৩৫)। এছাড়া আহতরা হলেন- নিহত তিথীর শিশু সন্তান মনিরুল (০৪) ও নিহত পিয়াসার হবুস্বামী হৃদয় (৩০)। নিহত ডা. তনিমা ইয়াসমিন পিয়াশা যশোর আদ্-দ্বীন হাসপাতালে কর্মরত ছিলেন। আগামী বৃহস্পতিবার পিয়াসার বিয়ে। ওই বিয়ের দাওয়াত দিয়ে ফেরার পথে তারা দুর্ঘটনার কবলে পড়েন। দুর্ঘটনার সময় প্রাইভেটকারযোগে পরিবারের সদস্যরা শহরে আসছিলেন। পথে বিমানমোড়ে পৌঁছালে গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি বৈদ্যুতিক পিলারে আঘাত করে। এতে প্রাইভেটকারটি দুমড়ে-মুচড়ে গিয়ে আরোহীরা গুরুতর আহত হয়। হতাহতদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নেয়া হয়। আহত শিশু মনিরুল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। যশোরের অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) তৌহিদুল ইসলাম জানান, নিহত পিয়াসের স্বামী শফিকুল ইসলাম জ্যোতিকে আটক করা হয়েছে। মাদকাসক্ত ছিলেন কি না তা পরীক্ষার জন্য যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে। বেপরোয়া গাড়ি চালানো এবং মাদকাসক্তের কারণে এ দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিক ভাবে ধারণা করা হয়েছে। পরিবারের পক্ষথেকে কোন প্রকার অভিযোগ না থাকার কারনে মরদেহ তিনটি দাফনেফ জন্য পিরবারের নিকট দেওয়া হয়। এদিকে, বাদ মাগরিব শহরের আনএন রোডে জানাজা শেষে কারবালা কবরস্থনে দাফন করা হয়েছে দুর্ঘটনায় নিহত তিন নারীকে। জানাজায় যশোরের বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক, সাংস্কৃতিক ও ব্যবসায়ী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। দুর্ঘটনায় নিহতদের স্মরণে আরএন রোডে বেলা একটা থেকে দোকানপাট বন্ধ রাখা হয়। যশোর মটরপার্টস ব্যবসায়ী সমিতির সভাপতি শাহিনুর রহমান ঠান্ডু ও সম্পাদক আনোয়ার হোসেন সবুজ এই তথ্য নিশ্চিত করেছেন।

এফএম নিউজ…

আপনার এগিয়ে যাওয়ার সঙ্গী…

বিজ্ঞাপন ও বার্তা বিভাগঃ 018-311 06 108