প্রেমিকার সাথে কথা বলতেই টেলিফোন আবিষ্কার করেছিলেন আলেকজান্ডার

0
434

প্রতিবেদকঃ সানজিতা আক্তার সাথী, বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগ

প্রয়োজনীয়তাই উদ্ভাবনের জন্য। আর পৃথিবীতে যত সব বড় বড় আবিষ্কার হয়েছে তা মূলত আবিষ্কৃত হয়েছে প্রয়োজনের তাগিদেই। আধুনিক বিশ্বের অন্যতম আবিষ্কার হলো টেলিফোন। আলেকজান্ডার গ্রাহাম বেল ১৪৭৬ সালের ১০ই মার্চ টেলিফোন আবিষ্কার করেন। কিন্তু অনেকেই জানে না গ্রাহামবেল কেন টেলিফোন আবিষ্কার করেছিলেন? মূলত তিনি যাকে ভালোবাসতেন সে পরবর্তীতে তাকে বিয়েও করেন।প্রকৃতপক্ষে প্রেমিকার সাথে কথা বলতেই গ্রাহাম বেল আবিষ্কার করেন আশ্চর্য এই প্রযুক্তিটি। প্রেমিকার বাসা তার বাসা থেকে অনেক দূরে হওয়ায় তাদের যোগাযোগে অনেক সমস্যা হতো।কিভাবে মন চাইলেই যখন তখন প্রেমিকার সাথে কথা বলা যায় সে চিন্তা মাথায় রেখে তিনি আবিষ্কার করেন তিনি টেলিফোন।

আলেকজান্ডার গ্রাহামবেল এর স্ত্রীর পুরোনাম নাম ছিল “মার্গারেট হেলো”(Margaret Hello)।তিনি তার স্ত্রীকে খুব ভালোবাসতেন। তাই তিনি যখন টেলিফোন আবিষ্কার করলেন তখন তিনি ভাবলেন টেলিফোনে বলা প্রথম শব্দটি হবে তার প্রেমিকা বা স্ত্রীর নাম।তাই তিনি টেলিফোনে যখন প্রথম কথা বলেছিলেন তখন উচ্চারণ করেছিলেন” হ্যালো”। সেই থেকে হ্যালো শব্দটি প্রচলন হয়ে আসছে বিশ্বজুড়ে। “Hello” একটি ইংরেজী শব্দ। টেলিফোন উদ্ভাবনের সময় এই শব্দের কোন অর্থ ছিল না। টেলিফোন উদ্ভাবনের পর ১৮৮৩সালে এই শব্দটি কে ইংরেজি ডিকশনারিতে অন্তর্ভুক্ত করা হয় যার বাংলা অর্থ “ওহে”। আজও আমরা টেলিফোন অথবা মোবাইল ফোনে কথা বলার শুরুতে হ্যালো শব্দটি ব্যবহার করে থাকি।

এফএম নিউজ…

আপনার এগিয়ে যাওয়ার সঙ্গী…

বিজ্ঞাপন ও বার্তা বিভাগঃ 018-311 06 108