ফেসবুকে জনপ্রিয় মাওলানা আজহারীর আবেগঘন পোস্টে লাইকের বন্যা

0
461

প্রতিবেদকঃ সানজিতা আক্তার সাথী, র্ধম ও ইসলাম বিভাগ

মাওলানা ডঃ মিজানুর রহমান আজহারী আমাদের দেশের জনপ্রিয় একজন ইসলামী বক্তা। সাম্প্রতিক সময়ে তার সুমধুর কন্ঠে যুক্তিযুক্ত ওয়াজ শুনতে লাখো মানুষ ওয়াজ মাহফিলের মাঠে-ময়দানে-ইউটিউব-ফেসবুকসহ সকল সামাজিক যোগাযোগ মাধ্যমসহ সবখানে যেন ডুবে আছে। ইসলামিক সকল বিষয় বিশ্ব দরবারে তুলে ধরার জন্যই তার এই আহ্বান। বিভিন্ন বয়সের মানুষ থেকে শুরু করে তরুণ সমাজ যেন তার যুক্তিযুক্ত ওয়াজ শুনতে বুদ হয়ে আছেন। তিনি নিজে নানা প্রতিকূলতার মধ্য দিয়েও দেশের প্রত্যন্ত অঞ্চলে ছুটে যাচ্ছেন ওয়াজ মাহফিল করার জন্য। তার ওয়াজে তিনি সবচেয়ে বেশি সাড়া পাচ্ছেন তরুণ সমাজের।

শুক্রবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের মাধ্যমে নিজের ভেরিফাইড পেইজে তরুণদের উদ্দেশ্যে আবেগঘন স্ট্যাটাস দিয়েছেন মাওলানা ডঃ মিজানুর রহমান আজহারী। তিনি স্ট্যাটাসের মাধ্যমে জানান: এ দেশের যুবকদের গায়ে আল-কুরআনের বাতাস লেগেছে। ওদের হৃদয়ে লেগেছে কালামে পাকের হিমেল ছোঁয়া। তাইতো পঙ্গপালের মতো ওরা ছুটে আসছে আল-কুরআনের মাহফিলগুলোতে। আমরা কি পারবো ওদেরকে ধরে রাখতে?বেঁধে রাখতে হেরার আলোর সুতো দিয়ে?নাকি আমাদের কাদা ছোড়াছুড়ি এবং নোংরামিতে ওরা মুখ ফিরিয়ে নিবে। আর গা ভাসাবে অপসংস্কৃতির গড্ডালিকা প্রবাহে? 

মহান আল্লাহর কাছে প্রার্থনা করে আজহারী লিখেন –হে আরশের মালিক,আমাদের দুর্বলতা ও ব্যর্থতার কারণে সম্ভাবনার এ দ্বার যেন রুদ্ধ না হয়। আমরা যেন হেরে না যাই।শেষ পর্যন্ত যেন লড়ে যেতে পারি তোমার আল-কোরআন এর জন্য।

তাঁর এই পোস্টে সাধারণ মানুষের (২০-০১-২০২০ তারিখ পর্যন্ত) প্রায় ১৪৭ হাজার লাইক ও ১৫ হাজার কমেন্ট ও ১১ হাজার শেয়ার করা হয়েছে।

মাওলানা ডঃ মিজানুর রহমান আজহারী

একই দিন অর্থাৎ ১৬ই জানুয়ারি তিনি বক্তব্য রাখেন ফরিদপুরের শ্যামসুন্দরপুর জামিয়া আরাবিয়া ফরিদিয়া কওমি মাদ্রাসা ও এতিমখানায়। সেখানেও তীব্র শীত উপেক্ষা করে লাখো মানুষ উপস্থিত হয় তার বক্তব্য শোনার জন্য।এর আগে ১৫ই জানুয়ারি বুধবার ফেনীর কাশিমপুরে তাফসির মাহফিলে বক্তব্য দেন মাওলানা ডঃ মিজানুর রহমান আজহারী। সেখানেও সেদিন প্রায় ২ লক্ষাধিক মানুষ উপস্থিত ছিলেন।

এফএম নিউজ…

আপনার এগিয়ে যাওয়ার সঙ্গী…

বিজ্ঞাপন ও বার্তা বিভাগঃ 018-311 06 108