হঠাৎ না ফেরার দেশে চলে গেলেন শিল্পকলার মঞ্চ অভিনেত্রী ইসরাত নিশাত

0
388
মঞ্চ নাটকের নির্দেশক ও অভিনেত্রী ইসরাত নিশাত আমাদের মাঝে আর নেই (ইন্নালিল্লাহি ওয়া ইন্নালিল্লাহি রাজিউন)। বিখ্যাত অভিনেত্রী প্রয়াত নাজমা আনোয়ার এবং বিখ্যাত কবি এবং স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের অন্যতম শব্দ সৈনিক প্রয়াত মোস্তফা আনোয়ার এর মেয়ে অভিনেত্রী নিশাত। অভিনয় জগতে এমন একটি নাম ইশরাত নিশাত যার ধ্যান জ্ঞান জুড়ে ছিল শুধু অভিনয়। মঞ্চ অভিনয় ছিল যার প্রাণ। একজন আপাদমস্তক শিল্পের মানুষ ছিলেন ইশরাত নিশাত। যেন তার জন্মই হয়েছিল অভিনয়ের জন্য। এমন করে অভিনয়কে কখনো কেউ ভালোবেসেছে কিনা সত্যিই জানা নেই।
এইতো গতকাল (১৯-১-২০২০ তারিখ) ঘড়ির কাঁটা যখন রাত দশটা, শিল্পকলার সামনে সবাই তখন বাড়ি ফেরার উদ্যোগ নিয়ে ছিলেন। নিশাত তখন এক সিএনজি চালকের সাথে কথা বলছিলেন। হঠাৎ তার এক সহকর্মী তাকে জিজ্ঞাসা করলেন- আপু কই যাবেন? নিশাত বলেছিলেন, গুলশান যাবরে। তারপর আমিও রামপুরা যাওয়ার জন্য রওনা দিলাম এভাবেই এফএম নিউজকে স্মৃতিচারণ করলেন পরিচালক ও অভিনেতা তারেক মাহমুদ।
প্রত্যেক সহকর্মীদের কাছে খুব প্রিয় ছিলেন ইশরাত নিশাত। তার ব্যবহারে কথাই মুগ্ধ হতো সবাই। ইশরাত নিশাত ছিলেন খুব সুন্দর মনের একজন মানুষ। অত্যন্ত সাদামাটা জীবনযাপন করতে পছন্দ করতেন তিনি। এটাই জীবন একদিন সবাইকে চলে যেতে হবে। তবুও কিছু মানুষের চলে যাওয়া সত্যিই মেনে নেওয়া খুবই কষ্টকর। তেমনি একজন ইশরাত নিশাত। ইসরাত নিশাথের মৃত্যুতে এফএম নিউজ পরিবার গভীরভাবে শোকাহত।

এফএম নিউজ…

আপনার এগিয়ে যাওয়ার সঙ্গী…

বিজ্ঞাপন ও বার্তা বিভাগঃ 018-311 06 108