বিজ্ঞাপনে ব্যস্ত তুহিন চৌধুরী

0
582
প্রতিবেদকঃ বিপা চৌধুরী, বিনোদন প্রতিনিধি
অভিনেতা তুহিন চৌধুরি বর্তমানে বেশ ব্যস্ত সময় পার করছেন। প্রায় প্রতিদিনই রয়েছে কোনো না কোনো শুটিং। তবে বর্তমানে বিজ্ঞাপন নিয়ে তিনি একটু বেশি ব্যস্ত সময় পার করছেন। সম্প্রতি ঢাকার অদূরে নারায়ণগঞ্জ জিন্দা পার্কে হয়েছে জনপ্রিয় নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকীর একটি নতুন বিজ্ঞাপন চিত্র। আর এই বিজ্ঞাপনের মূল ভূমিকায় অভিনয় করছেন অভিনেতা তুহিন চৌধুরি। বর্তমানে এই নিয়ে বেশ ব্যস্ত আছেন তুহিন চৌধুরী। বিজ্ঞাপনটি একটি চা পাতার বিজ্ঞাপন যেখানে তিনি বাংলা ভাষাকে ঘিরে মানুষের ভুলগুলো তুলে ধরছেন। বিজ্ঞাপনটির মাধ্যমে নির্মাতা মানুষকে সচেতন করতে চান।
তবে তুহিন চৌধুরি আর আগে রবি, প্রাণ ঝালমুড়ি ও কাজি কিচেনসহ নানা বিজ্ঞাপনে কাজ করেছিলেন। 
এছাড়াও তিনি নাটকে কাজ করেন। টিভি নাটকের পাশা পাশি ইউটিউবেও রয়েছে তার অনেক নাটক। তন্মধ্যে শাহিন আহমেদের পারিচালনায় দৃষ্টি ভঙ্গি নাটকে তিনি র্দুদান্ত অভিনয় করেন। নাটকটি ফ্রেন্ডস মিডিয়ার প্রযোজনায় নির্মিত হয়েছিল।
দৃষ্টি ভঙ্গি নাটকের লিংকঃ https://www.youtube.com/watch?v=1L1upyW2-5Y
এফএম নিউজ…
আপনার এগিয়ে যাওয়ার সঙ্গী…
বিজ্ঞাপন ও বার্তা বিভাগঃ 018-311 06 108