প্রতিবেদকঃ বিপা চৌধুরী, বিনোদন প্রতিনিধি
আর কিছুুদিনের মধ্যেই মুক্তি পেতে চলেছে বলিউড অভিনেত্রী দিশা পাটানি অভিনীত ‘মালাং’। এখানে তার বিপরীতে রয়েছেন আদিত্য রায় কাপুর। প্রথমবার জুটি বেঁধেছেন তারা। সম্প্রতি এ নায়িকা বিকিনি পরা কিছু ছবি ইনস্ট্রাগ্রামে আপলোড করেছেন।
![]()
‘মালাং’ ছবির শুটিং চলাকালিন সেসব ছবি উষ্ণতা ছড়াচ্ছে ভক্তদের মাঝে। ছবিতে দেখা যাচ্ছে, সূর্যের আলো গায়ে মেখে সমুদ্রের পাশেই তিনি তুলে ধরেছেন মোহময়ী রূপ। সেই ছবি দেখে পারদ চড়ছে চরচর করে।
বিকিনিতে দিশা একটু একটু করে উষ্ণতার পারদ যেমন চড়িয়েছেন, ঠিক তেমনই তার সুঠাম শরীরও মন কেড়েছে ভক্তদের। দিশার নতুন ছবি ‘মালাং’-এ অনিল কাপুরও রয়েছেন। তাকে দেখা যাবে পুলিশের চরিত্রে। সঙ্গে থাকবে আদিত্যর সঙ্গে দিশার নতুন রসায়ন। টাইগার শ্রফের বিপরীতে ‘বাঘি’ ছবিটি দিয়ে বলিউডে নজর কেড়েছিলেন এই নায়িকা। সে ছবিতে দিশা-টাইগারের রসায়ন ছিল নজরকাড়া। এবার পালা আদিত্যের।
এফএম নিউজ…
আপনার এগিয়ে যাওয়ার সঙ্গী…
বিজ্ঞাপন ও বার্তা বিভাগঃ 018-311 06 108