প্রতিবেদকঃ বিপা চৌধুরী, বিনোদন প্রতিনিধি
তরুণ নাট্য নির্মাতা মাবরুর রশীদ বান্নাহ্ কিছুদিন আগে ছোটপর্দার অভিনেত্রী রোমানা স্বর্ণাকে নিয়ে নির্মাণ করেন স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র পয়েন্ট অফ ভিউ। যেখানে তুলে ধরা হয়েছে অসম প্রেম ও প্রেমের মাধ্যমে সামাজিক প্রতিবন্ধকতা জয় করা সম্ভব। এবার এই নির্মাতা রোমানা স্বর্ণাকে নিয়ে নির্মাণ করছেন ওয়েব সিরিজ স্টুপিডস। ওয়েব সিরিজটির গল্প নিয়ে স্বর্ণা বলেন, গল্পটি অনেক সুন্দর, আমার অনেক পছন্দ হয়েছে। আশা করছি দর্শকদের ভাল লাগবে। আর কাজটি যেহেতু বান্নাহ্ ভাইয়ের, সেহেতু কাজটি অনেক সুন্দর হবে বলে আশা করছি।
![]()
এই সিরিজটিতে স্বর্ণা ছাড়াও আর ও অভিনয় করছেন উর্মিলা শ্রাবন্তী কর, শহীদুজ্জামান জামান সেলিম, সাঈদ জামান শাওন, মুশফিকুর ফারহান, সামিয়া অথৈ, সাব্বির অর্ণব, রোমানা হক প্রমূখ। আগামী ২৯ জানুয়ারি থেকে বিগ বি এন্টারটেইনমেন্টের ইউটিউব চ্যানেলে সিরিজটির প্রচার শুরু হবে।
![]()
উল্লেখ্য, রোমানা স্বর্ণা গুলশান এভিনিউ নাটকটি দিয়ে অভিনয় জগতে যাত্রা শুরু করেন। এরপর বেশ কিছু নাটকে অভিনয় করে দর্শক মন জয় করেন এ অভিনেত্রী।
এফএম নিউজ…
আপনার এগিয়ে যাওয়ার সঙ্গী…
বিজ্ঞাপন ও বার্তা বিভাগঃ 018-311 06 108