খুলনায় শিশুশ্রম নিরসনে মতবিনিময় সভা

0
361

প্রতিবেদকঃ শেখ হেদায়েতুল্লাহ, খুলনা প্রতিনিধি

খুলনা জেলায় শ্রমজীবী শিশুদের বর্তমান পরিস্থিতি ও ভবিষ্যত করণীয় বিষয়ে এক মতবিনিময় সভা বৃহস্পতিবার দুপুরে খুলনা শহর সমাজসেবা কার্যালয়ে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক খান মোতাহার হোসেন।
সমাজসেবা কর্মকর্তা আবিদা সুলতানার সঞ্চালনায় মতবিনিময় সভায় খুলনা আঞ্চলিক তথ্য অফিসের উপপ্রধান তথ্য অফিসার ম. জাভেদ ইকবাল, মহিলা বিষয়ক অধিদপ্তর খুলনার উপপরিচালক নার্গিস ফাতেমা জামিন, জেলা বাজার কর্মকর্তা আব্দুস সালাম তরফদার, জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ আইনাল হক, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মোঃ আবুল আলম, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর খুলনার সহকারী মহাপরিদর্শক মোঃ শাহিনুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন। বেসরকারি উন্নয়ন সংস্থা রূপসা খুলনার সহযোগিতায় শহর সমাজসেবা কার্যালয় অনুষ্ঠানটির আয়োজন করে।

এফএম নিউজ…

আপনার এগিয়ে যাওয়ার সঙ্গী…

বিজ্ঞাপন ও বার্তা বিভাগঃ 018-311 06 108