তিন বছর পর শিশু জুনায়েদ তার নতুন মায়ের খোঁজ পেল রেলস্টেশনে

6
1337

প্রতিবেদকঃ সানজিতা আক্তার সাথী, র্ধম ও ইসলাম বিভাগ

ভাগ্য যদি সহায়, পরও আপন হয়। সবি আল্লাহর ইচ্ছা। প্রতিদিন আমরা নতুন নতুন ঘটনার সাথে পরিচিত হচ্ছি; তবে আজ শুক্রবার পবিত্র জুমার দিন। আজ জানবো একটি সুন্দর সমাজের একটি মানবতার গল্প।

প্রায় তিন বছর পর তার মাকে ফিরে পেল ১০ বছর বয়সি জুনায়েদ সিদ্দিকী। ৩ বছর আগে হারিয়েছে জন্মদাতা মা-বাবা দু’জনকেই। এরপরই তার বাসস্থান হয়ে উঠে কমলাপুর রেলস্টেশন। আহারে অনাহারে কাটিয়েছে অনেকদিন। মাঝে-মধ্যে রেলস্টেশনে যাতায়াতকারীদের ব্যাগ বহন করে তাদের থেকে প্রাপ্ত সামান্য টাকায় চলে আহার। গত মঙ্গলবার রাজধানীর কমলাপুর রেলস্টেশনে এশা কামাল (ঢাকার বসুন্ধরার একজন নারী উদ্যোক্তা ও ব্যবসায়ী) তাকে রেলস্টেশনের দেখে তার আচরণে মুগ্ধ হয়ে তার যাবতীয় খরচ বহনের দায়িত্ব নেন।

জুনায়েদ ও তাকে প্রথম দেখাতে মা বলে ডাকে। রেলস্টেশনে এশা কামালকে ট্রেন থেকে নামতে দেখে জুনায়েদ তার ব্যাগ চেয়ে বলে, “আম্মু আমাকে দেন আপনার মাল জিনিসগুলো আমি নিয়ে গাড়িতে তুলে দিব”। এশা কামাল তাকে তার বাসায় নিয়ে যাওয়ার কথা বললে জুনায়েদ ও রাজি হয়ে যায়। প্রথম দেখাতে জুনায়েদ এর ব্যবহার ও আচরণে এশা কামাল তাকে আর দশটা ছেলের মতো মনে করেননি। জুনায়েদ শান্ত স্বভাবের ছেলে এবং তার দৃষ্টিভঙ্গি মায়াবী। এতে মায়া লাগবে যেকারো। বর্তমানে এশা কামাল জুনায়েদের লেখাপড়াসহ যাবতীয় সব দায়িত্ব নেন এবং তাকে একজন হাফেজ বানানোর পরিকল্পনা করেন। তিনি জুনায়েদকে মাদ্রাসায় ভর্তি করাতে চান এবং মানুষের মতো মানুষ করতে চান।

২১.০১.২০২০ এ এশা কামাল তার নিজেস্ব ফেসবুকের একটি পোস্টের মাধ্যমে জুনায়েদের জন্য সকলের কাছে দোয়া চান সবার কাছে। জয় হোক মানবতার জয় হোক বিশ্বাসের।

এফএম নিউজ…

আপনার এগিয়ে যাওয়ার সঙ্গী…

বিজ্ঞাপন ও বার্তা বিভাগঃ 018-311 06 108

6 COMMENTS

Comments are closed.