ভার্চুয়াল বন্ধুর সাথে রুপার প্রথম সাক্ষাতের উৎকন্ঠা ও অভিজ্ঞতা!

0
494

প্রতিবেদকঃ রোদেলা হক ভূঁইয়া, লাইফস্টাইল বিভাগ

বর্তমানে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোর মধ্যে অন্যতম হচ্ছে ফেসবুক। তরুণ প্রজন্মের কাছে ফেসবুক সবচেয়ে বেশি জনপ্রিয়। ফেসবুকে নতুন নতুন বন্ধু বানাতে বড়রাও পিছিয়ে নেই। কখনো প্রয়োজনে কিংবা অপ্রয়োজনে, শখের দরুন সামাজিক মাধ্যমগুলোর মাধ্যমে আমরা নতুন নতুন মানুষের সংস্পর্শে আসছি। কিন্তু ব্যপারটা যখন কোন ফেসবুক বন্ধুর সঙ্গে দেখা করার, তখন একদিকে যেমন আকর্ষণ পূর্ণ, অন্যদিকে শঙ্কার।

সম্প্রতি আমি রুপা (ছদ্ম নাম) আমার এক ফেসবুক বন্ধুর সঙ্গে দেখা করতে গিয়ে ভীষণ রকম দ্বিধা দ্বন্দ্বে ভুগেছি। দীর্ঘ দিনের পরিচয় হওয়া সত্ত্বেও এবং যদিও তিনি একজন সম্মানিত সুপরিচিত ব্যক্তি। তবু কেমন এক অস্বস্তিতে ভুগছিলাম; ব্যক্তিটি ভাল? না কি আমি কোন বিপদে পড়তে যাচ্ছি!যাই হোক, সবটা উপেক্ষা করে যখন সেই ফেসবুক বন্ধুর সঙ্গে আমার রেস্টুরেন্টে দেখা হল, কিছুক্ষণ কথা বলার পর বোঝা গেল মানুষটা ভালোই।আমার অযথা আতঙ্কের কোন কারণ ছিল না। আমার ভয় পাওয়া থেকে শুরু করে সেই বন্ধুটির আমাকে বাড়ি পৌঁছে দেয়ার পুরো বিষয়টি, আমার উৎকণ্ঠা, দুঃশ্চিন্তার উঠা নামা সবটাই আমি ভীষণ উপভোগ করেছি।

তবুও অপরিচিত কারো সাথে দেখা করার আগে অবশ্যই তার ব্যপারে খোঁজ খবর নিয়ে তারপরই সাক্ষাৎ করা উচিত। সে ব্যক্তিটি যদি কোন প্রতিষ্ঠানের সাথে জড়িত থাকে এবং সুপরিচিত হয় সেক্ষেত্রে হয়তো আমার মতো অযথা ভয়ের কোন কারণ নেই। তবে কোন একজনের দুরভিসন্ধিমূলক টার্গেটের শিকার হয়েও আপনি অজান্তে ধরা দিতে যাচ্ছেন এমন ঘটনাও ঘটতে পারে আপনার সাথে। এমনও ঘটতে পারে যে, আপনাকে একদল সন্ত্রাসী পরিকল্পিতভাবে তাদের লোকেশনে নিয়ে গিয়ে দশ লক্ষ টাকা মুক্তিপণ দাবি করছে আপনার পরিবারের কাছে।

অতএব সাবধানে পা ফেলুন নতুন গন্তব্যে। নিজের নিরাপত্তা নিজেই গ্রহণ করুন আগেই। নতুন নতুন বন্ধু আসবে আমাদের জীবনে, সবাই কিছু না কিছু নতুন অভিজ্ঞতা দিয়ে যাবে।

এফএম নিউজ…

আপনার এগিয়ে যাওয়ার সঙ্গী…

বিজ্ঞাপন ও বার্তা বিভাগঃ 018-311 06 108