‘অপরিচিতা’ নাদিয়া

0
371

প্রতিবেদকঃ বিপা চৌধুরী, বিনোদন প্রতিনিধি

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী সালহা খানম নাদিয়া এখন অপরিচিতা। সম্প্রতি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ‘অপরিচিতা গল্প অবলম্বনে নির্মিত হয়েছে একটি নাটক। এ নাটকে অপরিচিতা চরিত্রে দেখা যাবে নাদিয়াকে। আর তার বিপরীতে রয়েছেন ইরফান সাজ্জাদ। গল্পটির নাট্যরূপ দিয়েছেন ড: হারুনুর রশীদ। স্বরাজ দেবের পরিচালনায় নাটকটির শুটিং হয়েছে পুরানো ঢাকা এবং সোনারগাঁও পানাম নগরীতে।

অভিনেত্রী নাদিয়া বলেন, আমি চেষ্টা করেছি চরিত্রটি ফুটিয়ে তুলতে। কতটুকু পেরেছি জানিনা। বাকিটা দর্শকদের উপর ছেড়ে দিলাম। নাটকটি প্রচারের ব্যাপারে দুটি চ্যানেল এর সাথে কথা হয়েছে। যে কোন একটি চ্যানেলে নাটকটি প্রচারিত হতে পারে বলে জানা গেছে।

উল্লেখ্য, অভিনেত্রী নাদিয়া কিছুদিন আগে সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন। নাদিয়া আবার চিটিং মাস্টার ধারাবাহিক নাটকের কাজ শুরু করেছেন। কয়েকটি খণ্ড নাটকে কাজ করছেন এই অভিনেত্রী। এছাড়াও শাহিন আহমেদ এর পরিচালনায় আমিও কি মুক্তিযোদ্ধা নামে একটি টেলিফিল্ম এ মুক্তিযোদ্ধার স্ত্রীর চরিত্রেও কাজ করেছেন তিনি। এভাবে একএক সময় একএক চরিত্রে নিজেকে দেখতে খুব পছন্দ করেন নাদিয়া।

 

আমিও কি মুক্তিযোদ্ধা টেলিফিল্ম এর টেইলর লিংক; ভিডিওটি দেখতে লিংকে ক্লিক করুনঃ

https://www.youtube.com/watch?v=M6eklj4mjXU

 

এফএম নিউজ…

আপনার এগিয়ে যাওয়ার সঙ্গী…

বিজ্ঞাপন ও বার্তা বিভাগঃ 018-311 06 108