প্রতিবেদকঃ বিপা চৌধুরী, বিনোদন প্রতিনিধি
এসময় ঢাকাই চলচ্চিত্রের অন্যতম জনপ্রিয় নায়িকা মৌমিতা মৌ এখন পোস্ট গ্রাজুয়েট। তবে এটি কোন সিনেমায় নয় বাস্তবে। সম্প্রতি এই চিত্রনায়িকা ইডেন মহিলা কলেজ থেকে মাস্টার্স পরীক্ষায় অংশগ্রহণ করে উত্তীর্ণ হয়েছেন। তার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে স্টাটাস দিয়ে লেখেন ফাইনালি আমি আমার মাস্টার্স এর রেজাল্ট পেয়েছি, আমি অনেক খুশি আজ থেকে আমি অফিশিয়ালি গ্রাজুয়েট হলাম।
![]()
কামাল কায়সার পরিচালিত তোমার আছি তোমারই থাকবো ছবিতে অভিনয় করে দর্শক নজরে আসেন মৌমিতা মৌ। এই ছবিতে তার বিপরীতে ছিলেন চিত্র নায়ক নাদিম। এই ছবির পরপরই নির্মাতা রাজু চৌধুরী পরিচালিত তুই শুধু আমার সিনেমা সাইমনের বিপরীতে অভিনয় করে রীতিমত সাড়া ফেলেন এই নায়িকা, তারপর আবারো সাইমনের সাথে জুটিবদ্ধ হয়ে মাটির পরী সিনেমায় অভিনয় করেন। এরপর আর পিছু ফিরে তাকাতে হয়নি মৌকে। মালেক আফসারী পরিচালিত অন্তর জালা সিনেমায় অভিনয় করে আবারো নতুন করে আলোচনা সৃষ্টি করেন এই নায়িকা।
![]()
উল্লেখ্য, সদা হাস্যময়ী নায়িকা মৌমিতা মৌ অভিনীত কিছু সিনেমা এখন মুক্তির অপেক্ষায় রয়েছে। এগুলোর মধ্যে- মিজানুর রহমান মিজান পরিচালিত ‘তোলপাড়’ অপূর্ব রানা পরিচালিত ‘দরদ’ উল্লেখযোগ্য।
এফএম নিউজ…
আপনার এগিয়ে যাওয়ার সঙ্গী…
বিজ্ঞাপন ও বার্তা বিভাগঃ 018-311 06 108