প্রতিবেদকঃ বিপা চৌধুরী, বিনোদন প্রতিনিধি
ফারজানা নিশি শোবিজের নতুন মডেল। এবার তিনি অভিনয় করতে যাচ্ছেন চলচ্চিত্রে। ছবিটির নাম গিরগিটি। ছবিটি পরিচালনা করছেন সৌরভ কুন্ডু। সম্প্রতি মানিকগঞ্জে শুরু হয়েছে ছবিটির শুটিং।
![]()
অভিনেত্রী নিশি বলেন, আমি চরিত্রটি নিয়ে এখন কিছু বলতে চাই না। তবে এটুকু বলব দর্শকদের ভালো কিছু দিবো। গিরগিটি ছবিতে আরও অভিনয় করেছেন শতাব্দী ওয়াদুদ, এবিএম সুমন, তাসকিন রহমান প্রমুখ। ছবিটির কাহিনী চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন শাহজাহান সৌরভ।
![]()
উল্লেখ্য , ফারজানা নিশি শোবিজে মডেলিং করছেন। সম্প্রতি, মিউজিক ভিডিওতে কাজ করে সকলের নজরে আসেন এই অভিনেত্রী। এছাড়াও তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে স্নাতকে পড়াশোন করছেন।
![]()
তবে মজার ব্যপার হলো নিশি টুইন মানে। দিবা ও নিশি নামে ওরা দুবোন। এবং দুজন জমজ ও একই চেহারার দেখতে। এবং তারা একি সাথে বন্ধুর মতো চলেন। দিবাও টুকটাক মডেলিং ও অভিনয় করেন।
এফএম নিউজ…
আপনার এগিয়ে যাওয়ার সঙ্গী…
বিজ্ঞাপন ও বার্তা বিভাগঃ 018-311 06 108