পুলিশ জনতার বন্ধু!

0
482

প্রতিবেদকঃ রোদেলা হক ভূঁইয়া, র্ধম ও ইসলাম বিভাগ

ক্রিমিনাল জাস্টিস সিস্টেমৈর (Criminal justice system) অন্যতম অঙ্গ হল পুলিশ।পুলিশের কাজই হল জনগণের সেবা করা, আইনের বাস্তবায়ন। সাম্প্রতিক কালে নানা জটিলতায় পুলিশের প্রতি জনগণের আস্থা কমে গেছে। তাহলে কি পুলিশ জনগণের বন্ধু নয়? হ্যাঁ, পুলিশ অবশ্যই জনগণের বন্ধু। রাস্তায় কোন বিপদে পড়লে একমাত্র পুলিশ আপনাকে সাহায্য করতে পারে, সাধারণ জনগণ নয়। কিন্তু সমস্যাটা হল পুলিশ এবং জনগণের মধ্যকার সম্পর্কের বিশাল ফরাক। স্বাভাবিক ভাবেই পুলিশের প্রতি সাধারণ জনগণের এক অহেতুক ভীতি কাজ করে যার ফলে পুলিশ আর সাধারণের বন্ধুত্ব টা আর গড়ে উঠে না। পুলিশ ও কাজ টাকে কাজ হিসেবেই করে যায়। জনগণের মনের কাছাকাছি আসার সুযোগ হয়ে উঠেনা তাদের। রাস্তা ঘাটে আমরা মাঝে মাঝে ট্রাফিক পুলিশের বিরূপ আচরণ দেখে আস্থা হারিয়ে ফেলি, মনঃক্ষুণ্ণ হই। কিন্তু ভেবে দেখিনা, আমরা যখন নিয়ম ভঙ্গ করি তখন বিশৃঙ্খলা এড়াতে পুলিশকে কঠোর হতে হয়। আর তা আমাদের স্বার্থেই। তবে মানুষ মাত্রই ভুল করে। পুলিশ কখনোই ভুলের উর্ধ্বে নয়। একান্ত প্রয়োজনে আচরণ গত ত্রুটি দূরীকরণে প্রয়োজন কাউন্সিলিং এবং মনস্তাত্ত্বিক প্রশিক্ষণের। কেননা যে কোন জনসেবা মূলক কাজের জন্য প্রয়োজন অসীম ধৈর্য্যের। দৈনন্দিন জীবনের নানা জটিলতায় কখনো কখনো ধৈর্য্যের ত্রুটি হতে পারে এবং তার সমাধান ও সম্ভব। জনগণের অবশ্যই উচিত পুলিশি কাজে সহযোগিতা করে সুসম্পর্ক স্থাপন করা এবং অনিয়মের চর্চা না করে নিজেদের সেই সাথে পুলিশ কেও সঠিক পথে পরিচালিত করা।পুলিশ আমাদের স্বার্থেই নিয়োজিত এবং আমাদের বন্ধু।

এফএম নিউজ…

আপনার এগিয়ে যাওয়ার সঙ্গী…

বিজ্ঞাপন ও বার্তা বিভাগঃ 018-311 06 108