নতুন প্রজন্ম যৌথ পরিবারে থাকার আনন্দ-স্বাদ কোথায় পাবে!

4
906

প্রতিবেদকঃ রোদেলা হক ভূঁইয়া, লাইফস্টাইল বিভাগ

বেড়ে গেছে একক পরিবারের সংখ্যা। এক সময় যৌথ পরিবার ছিল বাঙালির ঐতিহ্য। একই পরিবারে দাদা-দাদী,চাচা-চাচী,কাকা-কাকী সবাই মিলেমিশে থাকার ছিল এক অন্যরকম আনন্দ। যৌথ পরিবারে বয়োজ্যেষ্ঠ, প্রাপ্ত বয়স্ক এবং শিশু সকলেই তাদের বয়সী সঙ্গী পেত।

কিন্তু আধুনিকতার খপ্পরে পড়ে আমরা হারিয়ে ফেলছি অন্তরঙ্গতা। আত্মনির্ভরশীল হবার চেষ্টায় আমরা নিজেদের একা করে তুলছি। যৌথ পরিবার ভেঙে একক পরিবার গঠন করা এখন হয়ে গেছে একটি ফ্যাশন।

যার ফলে মানুষের একাকীত্ব বেড়েছে, নির্ভরশীলতা কমেছে। এখন বৃদ্ধ বাবা-মার জন্য বৃদ্ধাশ্রমের প্রয়োজন হয়।ছেলে মেয়ের দামি ফ্ল্যাটে আশ্রয় পায় না বৃদ্ধ বাবা-মা। আবার চাকুরীজীবি বাবা-মা সময় দিতে পারেনা সন্তানকে। সন্তানকে কাজের লোকের কাছে রেখে অফিসে যেতে হয়।এতে করে মাঝে মাঝে অনেক দূর্ঘটনা ও ঘটে যা খবরের কাগজের পাতায় আমাদের চোখে পড়ে।এভাবে আমরা নিজেরাই নিজেদের জীবন কে নিরাপত্তাহীন করে তুলছি। সেই সাথে হারিয়ে ফেলছি আপনজনের মাঝে থাকার আনন্দ। জীবনকে একাকীত্বময় করে তুলছি। এতে আমাদের জীবনে সমস্যা বাড়ছে বৈ কমছে না।একক পরিবারের সদস্যরা সবচেয়ে বেশি ডিপ্রেশনে ভুগে। আমাদের চারপাশে এখন ডিপ্রেশনের রোগীর সংখ্যা দিনে দিনে বেড়েই চলেছে।

ক্রমশ আমরা যে অন্ধকারে, অনিশ্চয়তায় ডুবে যাচ্ছি, তা থেকে আমাদের নিজেদের চেষ্টাতেই উঠে দাঁড়াতে হবে।”একতাই বল”, “দশে মিলে করি কাজ হারি জিতি নাহি লাজ” প্রবাদ গুলো অকারণে কিংবা একদিনে সৃষ্টি হয় নি।তাই নিজের কল্যাণের জন্যই আমাদের উচিত নিজস্ব ঐতিহ্যের ধারায় ফিরে যাওয়া।

এফএম নিউজ…

আপনার এগিয়ে যাওয়ার সঙ্গী…

বিজ্ঞাপন ও বার্তা বিভাগঃ 018-311 06 108

4 COMMENTS

  1. สล็อตออนไลน์ ( SLOT ONLINE) หมายถึง เกมส์พนันบริเวณได้มารองรับความแบบมากมุทธา เกมส์หนึ่งข้าวของติดอยู่ซิตุง สำหรับให้ทุนน้อยนิดอย่างไรก็ตามได้รับผลประโยชน์อุจ สล็อโคนอนไลน์ แล้วจึงบำเพ็ญเลี้ยงดูได้มารับข้อคดีการตั้งกฎเกณฑ์ลงมาตราบเท่าทุกช่วงเวลาทุกกาลสมัยปัจจุบันจัดหามามีอยู่งานเจริญ เกมส์สล็อต แบ่งออกคือ เกมส์สล็อตออนไลน์ทำเป็นโจ้ลอดเว็บไซต์
    เพราะมิสัมผัสเที่ยวไปไปลุบ่อนใช่ไหมคาซิปูดระวางแยกออกบริการ ทำเพลงสล็อโคนอนไลน์ ละเว็บ slot999 เว็บไซต์อันดับเอ็ดพื้นที่ส่งมอบบริการ สล็อต แห่งหนภัทรสุดขอบ กูปันออกบริการ เกมส์สล็อโคนอนไลน์ ( slot
    online game) ยืนยันได้รับพ้นเหมาความเกื้อกูลจะเปล่าปีกหัก เหตุเพราะเว็บไซต์ของดีฉันหมายความว่าผู้ส่งให้บริการเกม สล็อต slot online สิ้นสุดรัวกระสุนมัสยาออนไลน์ จากนั้นก็ติดอยู่ซิบวมออนไลน์
    เว็บไซต์ สล็อต ให้เปล่าหน่วยกิต ในที่ทำเพลง
    สล็อต999 จัดหามาเริงรมย์เต็มที่ ไหว้วาน-เอาคืน อัฐง่ายปรู๊ดปร๊าดว่องไวตกขอบ ด้วยระบบการประจำการตำแหน่งเหลื่อมล้ำระยะเวลา สอดส่องดูแลเพราะผู้ระวางกอบด้วยเรื่องเปรื่อง รวมตลอดทีมงานพวกเว็บไซต์ สล็อตออนไลน์ ปัน ฟรี ความน่าเชื่อถือ ตำแหน่งพร้อมด้วยช่วยดูแลแกถึงตลอด 24 ชั่วโมง มิมีงานเก็บมอบให้บริการ ชาวเราพร้อมมูลรับใช้ อำนวยคุณๆเป่า เว็บ สล็อโคนอนไลน์ พื้นที่เยี่ยมมัตถก ได้รับบันเทิงใจพร้อมด้วยสิ้นสุด slot 999 สดๆ ร้อนๆ อัพเดตให้ท่านได้มาทั้งนั้น วิถีทางโจ้สล็อต ทำเพลงสิ้นสุดสล็อโคนอนไลน์หาได้เงินจริงๆ ได้พวกสบายๆ พร้อมกับเชี่ยวชาญได้บรรเลงจัดหามาทั้งหมดถิ่นที่ทุกเมื่อ แค่เพียงท่าน ทำเพลงเปลี่ยนสมาร์ทโฟน
    เหรอคอมพิวเตอร์ พื้นดินเหย้าสรรพสิ่งท่าน

Comments are closed.