ভালো বাজেট না হলে কাজ ছেড়ে দিচ্ছেন নির্মাতা শাহিন আহমেদ

0
772

প্রতিবেদকঃ বিপা চৌধুরী, বিনোদন প্রতিনিধি

বিশিষ্ট নাট্য নির্মাতা শাহিন আহমেদ ২০১৬ সাল থেকে শর্ট ফিল্ম ও নাটক নির্মাণের কাজ করছেন। কখনো তিনি কারো সহকারী হিসেবে কাজ করেননি। শর্ট ফিল্ম নির্মাণের মাধ্যমে তার হাতেখড়ি। তিনি প্রথম নির্মাণ করেন ভ্যালেন্টাইন ডে সারপ্রাইজ শিরোনামে একটি শর্ট ফিল্ম, তারপর থাপ্পড়, স্পেশাল মফিজ, দ্যা বেস্ট ফ্রেন্ড ও হোয়াট ইজ লাভ ইত্যাদি নামে একে একে প্রায় ৬টি শর্ট ফিল্ম নির্মাণ করেন।

নির্মাণে নিজের একটি আত্মবিশ্বাস তৈরি হওয়ার পর টেস্ট হিসেবে প্রথম নাটক নির্মাণ করেন ভালবাসার ডিভোর্স লেটার শিরোনামে। যে গল্পে চিত্রনায়ক ফাহিম ও মডেল প্রিয়ন্তী অভিনয় করেন নাম ভুমিকায়। তারপর আবারও অভিমান, সর্ম্পক ও চিটার বয়ফ্রেন্ড ইত্যাদি নামে প্রায় ৬-৭টি শর্টফিল্ম নির্মাণ করেন। অতঃপর নির্মাণ করেছেন নাটক দৃষ্টি ভঙ্গি, যে গল্পে অভিনয় করেছেন, অবিদ রেহান, চিত্রনায়িকা চমকতারা, কমেডিয়ান উত্তম অধিকারী ও তুহিন চৌধুরিসহ আরো অনেকে। দৃষ্টি ভঙ্গি নাটকটি নির্মাণের পর তিনি কমার্শিয়াল নাটক নির্মাণের উপর নিজের আস্তা পেয়েছেন বলে জানান। এরি ফাঁকে ফাঁকে মিউজিক ভিডিও, ডকুমেন্টারী ও ওভিসি বিজ্ঞাপনের কাজও করেছেন কিছু।
তবে সব কাজ হয়তো ক্যারিয়ারের অংশ কিন্তু সব কাজে সবার ক্যারিয়ার ঘুরে দাঁড়ায় না। তেমনি শাহিন আহমেদের বেলায়ও বেতিক্রম নয়। তিনি জানান তার ক্যারিয়ারের র্টানিং পয়েন্ট দ্যা রিভেঞ্জ। দ্যা রিভেঞ্জ মুলত ২০১৭ সালে শাহিন আহমেদের নির্মিত একটি হিন্দী শর্ট মুভি। যে মুভিটির প্রযোজনায় ছিল নেপাল ও ইন্ডিয়ান দুই ব্যক্তি এবং এ মুভির হিরো ছিলেন নেপালের হিমাংশু শেখর এবং নায়িকা বাংলাদেশি মডেল সায়মা রুশা। যতদুর জানা যায় হিন্দীতে নাটক বা শর্ট মুভির নির্মাতা হিসেবে প্রথম বাংলাদেশি হলেন দ্যা রিভেঞ্জ এর নির্মাতা শাহিন আহমেদ। তিনি মন্তব্য করেন, এর আগে আমি সাধরণ মানুষের কাছ থেকে তেমন কোন অভিনন্দন বা উৎসাহমুলক মন্তব্য পাইনি যা দ্যা রিভেঞ্জ নির্মানের পর পেয়েছি। তার মতে, মানুষ হয়তো আমাকে এর আগে আমি যে ভালো নির্মাণ করতে পারবো সেটাই বিশ্বাস করতো না। কিন্তু পর্যাপ্ত বাজেট ও স্বাধীনতা পেলে আমিও পারবো যে কোন চ্যালেঞ্জিং নির্মাণ করতে।

শাহিন আহমেদের পালে হাওয়া লেগে যায় ২০১৮ সালে। অনলাইনে দ্যা রিভেঞ্জ দেখেন মেজর শাহাব উদ্দিন চাকলাদার। সেখান থেকে নির্মাতা শাহিন আহমেদকে খোঁজে আমন্ত্রণ জানান তার উত্তরার বাসায়। মেজর সাহেব তাকে জানান দ্যা রিভেঞ্জ এর নির্মাণে তিনি মুগ্ধ। তারপর আলোচনা মুক্তিযুদ্ধ বিষয়ক একটি টেলিফিল্ম নির্মাণের। তারপর তিনি বিগ বাজেটের প্রথম প্রজেক্ট সাহসীকতার সাথে গ্রহণ করেন। নির্মাণ করেন আমিও কি মুক্তিযোদ্ধা শিরোনামে একটি টেলিছবি। এতে অভিনয় করেন, সজল, নাদিয়া, কাজি উজ্জল, আশ্রাফ কবির, তমাল মাহবুব, শিশির আহমেদ, তন্দ্রা, লিজা খানমসহ প্রায় ৭৬ জন। তারপর প্রায় ৩০টি পত্রিকায় নিউজ ছাপা হয় এই টেলিফিল্ম নিয়ে। একটি সাক্ষাৎকারও প্রচারিত হয় চ্যানেল টুয়ান্টিফোর টিভিতে। আমিও কি মুক্তিযোদ্ধা টেলিফিল্ম নির্মাণের পর শাহিন আহমেদের পথ চলা শুরু হয় মুল ধারার টিভি মিডিয়ার সাথে। তবে তিনি ব্যক্তিগত সমস্যার কারণে মিডিয়া থেকে প্রায় ৮ মাস দুরে ছিলেন। অতঃপর আবার নির্মাণ করেন গিভ এন্ড টেক নামে একটি নাটক, গত ডিসেম্বরে মুক্তিযুদ্ধের গল্প একজন বিজয়ীনি ও নায়ক মুন্না খান নির্মান করেন। এবার তিনি ঘোষণা দিলেন সোনালী দরজা নামে একটি টিভি নাটক নির্মাণের।

তবে বর্তমানে, নাট্য নির্মাতা শাহিন আহমেদের ব্যস্ততা বেড়ে গেছে অনেক। যুক্ত আছেন অনেগুলো সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সাথে। অনলাইন ডিরেক্টর’স এসোসিয়েশনের প্রচার ও প্রকাশনা সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন গত ডিসেম্বরে। এছাড়াও ইউটিউবার এসোসিয়েশনের উদ্যোক্তাও তিনি। এসোসিয়েশনের প্রচুর ব্যস্ততা তার উপর। এর বাহিরে আরো ৪টি সংগঠনে কমিটির বিভিন্ন পদে দায়িত্ব পালন করছেন তিনি।

ব্যবসায়ি হিসেবে নিজেকে গড়ে তোলার চেষ্টাও করছেন তিনি। ফ্রেন্ডস মিডিয়া এন্ড এড নামে একটি মিডিয়া হাউজ পরিচালনা করছেন ২০১৬ সাল হতে। ২০১৯ সালের শেষের দিকে তিনি সংবাদ মাধ্যম এফএম নিউজ প্রতিষ্ঠার কাজ শুরু করেন। বর্তমানে এফএম নিউজের ভারপ্রাপ্ত সম্পাদক হিসেবে কাজ করছেন। এছাড়াও এফএম ইভেন্ট টিম নামে একটি ইভেন্ট বিজনেস রয়েছে তার। খুব শীঘ্রই চালু করবেন ডেনাইট-শপিং ডট কম নামে দেশের বৃহত্তম একটি মাল্টিভেন্ডর অনলাইন শপিং মল। এ শপিং মলের সাইট ডেভেলপের কাজ চলছে এখন।

শিক্ষা জিবনে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ কল্যাণ পরিষদের একজন ছাত্র ছিলেন। তাই সামাজিক দায়িত্ব পালনের লক্ষ্যে তিনি শুরু করেছেন আহমেদ ফাউন্ডেশন নামে অসহায় ও ছিন্নমুল মানুষদের একটি পুর্নবাসন প্রকল্প।

বলতে গেলে, নিজের এতগুলো সংগঠনের কাজ সামলাতে গিয়ে হিমশিম খাচ্ছেন নির্মাতা শাহিন আহমেদ। তিনি এফএম নিউজকে বলেন, বর্তমানে নাটকে ভালো বাজেট হচ্ছে না, ইউটিউবের কারণে টিভি নাটকের বাজারে চলছে একধরণের তারল্য। বাজেট স্বল্পতার কারণে নাটকের মান নষ্ট হচ্ছে। আর তাই ভালো বাজেটের নাটক/শর্ট ফিল্ম না হলে কাজ করবেন না বলে জানিয়েছেন এ নির্মাতা। তবে হ্যাঁ, যদি ভালো বাজেটের নাটক/শর্ট ফিল্ম/মিউজিক ভিডিও হয় তবে অবশ্যই কাজ করব। বরাবরই আমি নির্মাণের ক্ষেত্রে বাজেটকে গুরুত্ব দেই। কারণ কোন নাটকের বাজেট ভালো না হলে নাটকের মান ভালো হয় না বলে আমি বিশ্বাস করি। এছাড়াও তার নিজেস্ব হাউজ ফ্রেন্ডস মিডয়া থেকে টিভি বিজ্ঞাপনের কাজ পেতে বিশেষ উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে জানান। তিনি বিজ্ঞাপনে রেগুলার হতে চান শুরু থেকেই তার এমন ইচ্ছা ছিল।

এফএম নিউজ…

আপনার এগিয়ে যাওয়ার সঙ্গী…

বিজ্ঞাপন ও বার্তা বিভাগঃ 018-311 06 108