প্রতিবেদকঃ সানজিতা আক্তার সাথী, আর্ন্তজাতিক বিভাগবর্তমানে বিশ্বের সবচেয়ে উঁচু ভবন ‘বুর্জ খলিফা’। এ ভবনের টানে দুবাই যান বহু পর্যটক। এ আকাশ সমান ভবনের উপর যদি বজ্র পড়ে তাহলে সে দৃশ্য কেমন হয়?এবার আলোকচিত্রী জোহাইব আনজুমের ক্যামেরায় সে দৃশ্য ধরা পরল। ছবিটি পোস্ট করে তিনি লিখেছেন, “আল্লাহ এই মুহূর্তটি তৈরি করেছেন।”জানা যায় দুবাই গত কয়েক দিন যাবত বৃষ্টি হচ্ছে। পাল্লা দিয়ে ডাকছে মেঘ। এমন আবহাওয়া সচরাচর দুবাইয়ের দেখা যায় না। কিন্তু আলোকচিত্রী জোবাইব আনজুমের ভাগ্য ভালো যে, তিনি দুবাইয়ের দুর্যোগপূর্ণ আবহাওয়া দেখতে পেয়েছেন। সেই দৃশ্য ক্যামেরাবন্দী করেন আনজুম।এই বুর্জ খলিফার মাথায় বজ্র পড়ার ছবিটি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করলে মুহূর্তেই সেটি ভাইরাল হয়ে যায়।
এফএম নিউজ…
আপনার এগিয়ে যাওয়ার সঙ্গী…
বিজ্ঞাপন ও বার্তা বিভাগঃ 018-311 06 108