লাল বল নামের মতো গল্পেও থাকছে চমকঃ তানহা মৌমাছি

0
416

প্রতিবেদকঃ বিপা চৌধুরী, বিনোদন প্রতিনিধি

নতুন প্রজন্মের চিত্রনায়িকা তানহা মৌমাছি সম্প্রতি একটি ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন। ছবির নাম লাল বল। ছবিটি পরিচালনা করছেন সাংবাদিক মাজহার বাবু। তবে ছবিতে নায়ককে থাকছে তা এখনো নিশ্চিত হয়নি। তবে খুব শিগগিরই নায়কের নাম জানানো হবে প্রযোজনা প্রতিষ্ঠান থেকে। ছবিটি নির্মিত হচ্ছে সারগাম ইন্টারটেনমেন্ট চলচ্চিত্রের ব্যানারে। খুব শিগগির ছবির শুটিং শুরু হবে বলে জানান এ ছবির পরিচালক মাজহার বাবু।

তানহা মৌমাছি ও মাজহার বাবু

গল্প এবং চিত্রনাট্যর কাজ প্রায় শেষ। ছবিতে গান থাকছে তিনটি। ছবিটির সবচেয়ে বড় চমক, বাংলা দেশে প্রথমবারের মতো কোনো ছবিতে পুরো জাতীয় সংগীত ব্যবহার করা হচ্ছে। পরিচালক বলেন ছবির গল্পের প্রয়োজনে আমরা জাতীয় সংগীত ব্যবহার করছি। এছাড়াও সিনেমায় থাকছে আরও বিশেষ কিছু চমক। খুব শীঘ্রই মহরতের মধ্য দিয়েই তা প্রকাশ করা হবে।

তানহা মৌমাছি

তানহা মৌমাছি বলেন, ছবিটির গল্প অনেক ভালো। লাল বল নামের মতো গল্পেও থাকছে চমক। এ ধরনের গল্পে আগে কাজ করা হয়নি। আশা করছি দর্শকদের অনেক ভালো লাগবে। বর্তমানের ছবিগুলো থেকে এই ছবিটির প্রেক্ষাপট একটু ভিন্ন।

তানহা মৌমাছি

তানহা মৌমাছি পরিচালক শাহিন-সুমনের কি দারুন দেখতে ছবি দিয়ে চলচ্চিত্রে আত্মপ্রকাশ করেন। ইতিমধ্যে তার, বউ বানাবো তোকে, যে গল্পে ভালোবাসা নেই, অনেক দামে কেনা, ছবিগুলো মুক্তি পেয়েছে। সর্বশেষ তাকে,সাকিব খান ও বুবলি অভিনীত চিটাংগা পোলা নোয়াখাইল্লা মাইয়া ছবির একটি আইটেম গানে পারফর্ম করতে দেখা যায়।

এফএম নিউজ…

আপনার এগিয়ে যাওয়ার সঙ্গী…

বিজ্ঞাপন ও বার্তা বিভাগঃ 018-311 06 108