প্রতিবেদকঃ রোদেলা হক ভূঁইয়া, সাহিত্য ও ফিচার বিভাগ
গতকাল থেকে শুরু হয়েছে একুশে বইমেলা। অমর একুশে গ্রন্থমেলা ব্যাপকভাবে পরিচিত একুশে বইমেলা স্বাধীন বাংলাদেশের ঐতিহ্যবাহী মেলাগুলোর অন্যতম। দুপুর তিনটায় প্রধানমন্ত্রী বইমেলার উদ্বোধন করেন। তারপর বিকেল পাঁচটায় সর্ব সাধারণের জন্য উন্মুক্ত করে দেয়া হয়েছে বইমেলা।
২০১৪ খ্রিষ্টাব্দ থেকে অমর একুশে গ্রন্থমেলা বাংলা একাডেমির মুখোমুখি সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত হয়। তবে বাংলা একাডেমি প্রাঙ্গনেও মেলার একটি অংশ আয়োজন করা হয়। সাতলক্ষ বর্গফুটের প্রাঙ্গণের উপর অনুষ্ঠিত হয় এই গ্রন্থমেলা। এই বছর শিকড়, সংগ্রাম, মুক্তি ও অর্জন এই চার ভাগে সাজানো হয়েছে মেলার প্রাঙ্গণ। এর মধ্য দিয়ে বঙ্গবন্ধুর জীবনের বিভিন্ন অংশকে চিত্রিত করার চেষ্টা করা হয়েছে। শিশুদের হৈ হুল্লোড়ের জন্য রয়েছে পর্যাপ্ত জায়গা। গ্রন্থ উন্মোচনের জন্য রয়েছে বর্ণিল মঞ্চ। লেখক ও পাঠকদের কথোপকথনের জন্য রয়েছে লেখক পাঠক মঞ্চ।
বইমেলার মূল উদ্দেশ্য ভাষা শহীদদের স্মরণ এবং তাদের স্মৃতিচারণ। এবারের বই মেলা উৎসর্গ করা হয়েছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। বই মেলার সমস্ত কিছুকে ঘিরে রয়েছে বঙ্গবন্ধুর স্মৃতিচারণ। কোন কোন প্যাভিলিয়নের ডিজাইনে বঙ্গবন্ধুর ৩২ নাম্বারের বাড়ির চিত্র তুলে ধরা হয়েছে। ছুটির দিনে বেলা ১১.০০ টা থেকে রাত ৯.০০টা পর্যন্ত এবং অন্যান্য দিনে দুপুর ৩.০০ থেকে রাত ৯.০০ টা পর্যন্ত সর্বসাধারণের জন্য মেলা উন্মুক্ত। এবারে মেলার পরিসর অনেক বেড়েছে। একজনের পক্ষে একদিনে পুরো মেলা ঘুরে দেখা সম্ভব নাও হতে পারে। দর্শনার্থীরা ক্লান্ত হলে যেন বসে বিশ্রাম নিতে পারে সে ব্যবস্থাও রাখা হয়েছে।
এফএম নিউজ…
আপনার এগিয়ে যাওয়ার সঙ্গী…
বিজ্ঞাপন ও বার্তা বিভাগঃ 018-311 06 108