প্রতিবেদকঃ রোদেলা হক ভূঁইয়া, কালচার ও অনুষ্ঠান বিভাগ
ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা (ডিআইটিএফ) এর মেয়াদ আরও দুদিন বাড়িয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। ব্যবসায়ীদের আবেদনের প্রেক্ষিতে এ সময় বাড়ানো হয়েছে। ফলে আগামী বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) পর্যন্ত মেলায় গিয়ে কেনাকাটার সুযোগ পাবেন দর্শনার্থীরা। স্বাভাবিকভাবে মেলা শেষ হওয়ার কথা ছিল গত ৩১ জানুয়ারি।
সোমবার সন্ধ্যায় শেরেবাংলা নগরে বানিজ্য মেলার সচিবালয়ে বানিজ্য সচিব জাফর উদ্দিন জানান, “দুটি শুক্রবার বন্ধ থাকায় ব্যবসায়ীরা আজও মেলার সময় বাড়ানোর দাবি করেন”। গতকাল মেলার সমাপনী অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশির কাছে ব্যবসায়ীরা সময় বৃদ্ধির অনুরোধ করেন। তাই ব্যবসায়ীদের কথা মাথায় রেখে বাড়ানো হয়েছে মেলার সময়সীমা।
৩২ একর জমির ওপর নতুন রূপে সাজানো হয়েছিল এবারের মেলা। মেলার গেট সাজানো হয়েছে জাতীয় স্মৃতি সৌধের আদলে, সঙ্গে পদ্মা সেতুর মডেল। তবে প্রবেশমূল্য এবার বাড়ানো হয়েছিল। আর গত বছরের তুলনায় এবার কমানো হয়েছিল স্টলের সংখ্যা। গত বছর ৬৩০টি স্টলের পরিবর্তে এবার করা হয়েছে ৪৮৩টি। অর্থাৎ স্টল কমেছে ১৫৯টি। এবারের স্টলের মধ্যে ছিল ১১২টি প্যাভেলিয়ন, ১২৮টি মিনি প্যাভেলিয়ন এবং ২৪৩টি বিভিন্ন ক্যাটাগরির স্টল।মেলায় প্রবেশ টিকিটের দাম ধরা হয়েছিল প্রাপ্তবয়স্কদের জন্য ৪০ টাকা এবং অপ্রাপ্তবয়স্কদের জন্য ২০ টাকা।
এফএম নিউজ…
আপনার এগিয়ে যাওয়ার সঙ্গী…
বিজ্ঞাপন ও বার্তা বিভাগঃ 018-311 06 108