কমে গেছে টেলিভিশন দর্শকঃ কারণ নতুন প্রজন্মের চাহিদার ভিন্নতা

0
412

প্রতিবেদকঃ রোদেলা হক ভূঁইয়া,

বিনোদন বিভাগ

কমে গেছে টেলিভিশন দর্শক। বাড়ছে টিভি চ্যানেলের সংখ্যা কিন্তু সেই হারে বাড়ছে না আকর্ষণীয় বিনোদনমূলক অনুষ্ঠান। অনুষ্ঠান সূচীতে প্রয়োজন কিছু ভিন্নতা। যাতে বর্তমান প্রজন্ম ভিন্ন সংস্কৃতির অনুসরণ না করে দেশীয় সংস্কৃতিকে ভালবেসে আপন করে তোলে। নতুন প্রজন্মের চাহিদার কথা মাথায় রেখে নির্মাতাদের অনুষ্ঠান নির্মাণ করা উচিৎ। আমাদের ছোটবেলায় দেশীয় সিনেমা ও নাটকের যে জনপ্রিয়তা ছিল তা এখন আর নেই বললেই চলে। ছোটবেলায় হুমায়ূন আহমেদের ঈদের নাটকগুলো দেখার জন্য আমরা ঘন্টার পর ঘন্টা টেলিভিশনের সামনে অপেক্ষা করতাম। এখনও সেই অপেক্ষা রয়েছে কিন্তু দেশীয় নাটকের পরিবর্তে জায়গা দখল করে নিয়েছে ভিনদেশীয় ধারাবাহিক। এ অবস্থা থেকে শীঘ্রই উত্তরণ প্রয়োজন। বর্তমান প্রজন্ম নিজস্ব সংস্কৃতি ও ঐতিহ্য থেকে সম্পূর্ণরূপে বিচ্যুত হবার আগেই ফিরিয়ে আনা জরুরি। জায়গা খালি থাকলে সেই অভাব পূরণ করার জন্য সেখানে নতুন কিছু এসে জায়গা দখল করে নেবে এটাই স্বাভাবিক। তাই এ ব্যাপারে অতি দ্রুত নির্মাতাদের নতুন কিছু ভাবা উচিত।

এফএম নিউজ…

আপনার এগিয়ে যাওয়ার সঙ্গী…

বিজ্ঞাপন ও বার্তা বিভাগঃ 018-311 06 108