জন্মদিনের অনুষ্ঠানে ডেকে কিশোরীকে গণধর্ষণঃ হুমকিতে ভিকটিম পরিবার

0
327

প্রতিবেদকঃ সানজিতা আক্তার সাথী, অনিয়ম ও অপরাধ বিভাগ

গাজীপুরে জন্মদিনের অনুষ্ঠানে কিশোরীকে ডেকে নিয়ে এনার্জি ড্রিংকসের সঙ্গে নেশা জাতীয় দ্রব্য মিশিয়ে অচেতন করে ৪ বন্ধু মিলে গণধর্ষণের অভিযোগ উঠেছিল। গণধর্ষণের পর অভিযুক্ত চার তরুণ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে লাইভ হয়ে আনন্দ উল্লাস করে। এই ঘটনায় কিশোরের বান্ধবীসহ অভিযুক্ত ৪ জনকে গ্রেফতার করেছিল র‍্যাব।গত ১৫ জানুয়ারি গাজীপুরের শ্রীপুরের নয়নপুর এলাকায় এই ঘটনাটি ঘটে। ঘটনার পরপরই থানায় ধর্ষণ মামলা করে ভুক্তভোগীর মা।
এদিকে মামলা প্রত্যাহার করতে জড়িতদের পরিবার থেকে হুমকি দেয়া হচ্ছে বলে অভিযোগ স্বজনদের।

গত ১৫ জানুয়ারি রাতে শ্রীপুরের নয়নপুর এলাকায় নিজ বাসায় জন্মদিনের অনুষ্ঠানে কিশোরীকে ডেকে নেয় তাদের বন্ধু শরীফ। এরপর শরীফ, তার বন্ধু ইমরান হাসান সুজন, শরিফ উদ্দিন মোল্লা আহসান হাসান মিলে মেয়েটিকে ধর্ষণ করে।

ঘটনার পরপর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে লাইভ হয়ে চার বন্ধু মিলে আনন্দ উল্লাস করে বলে,”হাই ফ্রেন্ডস কাল হয়তো আমরা জেলে থাকতে পারি।”এই ঘটনায় উদ্বেগ জানিয়েছেন এলাকাবাসী। তারা দ্রুত বিচার দাবি করেন।
ঘটনার ৯ দিন পর ময়মনসিংহের ত্রিশাল থেকে র‍্যাব প্রথমে তিনজন ও পরে একজনকে গ্রেপ্তার করেন। এর আগে এই মামলায় জড়িত সন্দেহে আরো একজন মহিলাকে গ্রেফতার করে পুলিশ।
নির্যাতিতার পরিবার মামলা করার পর বিশাল হুমকিতে রয়েছে।
গ্রেফতারের পর অভিযুক্তরা ধর্ষণের কথা স্বীকার করেছে বলে জানা যায়।

এফএম নিউজ…

আপনার এগিয়ে যাওয়ার সঙ্গী…

বিজ্ঞাপন ও বার্তা বিভাগঃ 018-311 06 108