প্রতিবেদকঃ বিপা চৌধুরী, বিনোদন প্রতিনিধি
চিত্রনায়ক শাকিব খান এবং চিত্রনায়িকা পপি একসময় জুটি বেঁধে অনেক চলচ্চিত্রে কাজ করেছেন। তবে এখন তাদেরকে আর একসঙ্গে পর্দায় কাজ করতে দেখা যায় না। তবে সম্প্রতি চলচ্চিত্র পাড়ায় শোনা যাচ্ছে আবারো নতুন সিনেমায় শাকিব খানের সাথে অভিনয় করতে যাচ্ছেন পপি।
পপি বলেন, একজন নির্মাতার সাথে কথা হয়েছে, তারা প্রস্তাব দিয়েছেন বটে, এখনো চূড়ান্ত হয়নি। শাকিব চাইলেই হবে আমার কোন আপত্তি নেই এতে। আগে থেকেই সাকিব ও আমার জুটি হিট ছিল। একসাথে অনেক ছবি করেছি আমরা। সে দিক থেকে বলব আবারও ভালো কিছুই হবে। উল্লেখ্য, লাক্স আনন্দ বিচিত্রা সুন্দরী প্রতিযোগিতায় চাম্পিয়ান হয়েছিলেন পপি। তারপর, ১৯৯৭ সালে সোহানুর রহমান সোহান পরিচালিত আমার ঘর আমার বেহেশত ছবিতে অভিনয় দিয়ে চলচ্চিত্রে পা রাখেন সাদিকা পারভিন পপি।
তবে পপি অভিনীত প্রথম মুক্তিপ্রাপ্ত সিনেমা কুলি। এই সিনেমায় তার বিপরীতে অভিনয় করেছিলেন ওমর সানি। ছবিটি পরিচালনা করেছিলেন মনতাজুর রহমান আকবর। ছবিটি সে সময় ব্যাপক সাড়া ফেলেছিল দর্শক মনে। নায়িকা পপির প্রথম মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র কুলি ছিল একটি ব্যবসা সফল হিট সিনেমা। এর পর কখনো পিছু ফিরে তাকাতে হয়নি পপিকে।শাকিব খানের সাথে পপির উল্লেখযোগ্য সিনেমার মধ্যে রয়েছে- হীরা চুনি পান্না, দুজন দুজনার, জমজ, জুয়াড়ি এবং বস্তির রানী সুরিয়া। এছাড়া পপি আর অভিনয় করেছেন শাকিল খান, মান্না, ফেরদৌস, রিয়াজ, ইলিয়াস কাঞ্চন, রুবেল, এছাড়া পপি কাজ করেছেন সময়ের জনপ্রিয় নায়ক নিরবের বিপরীতেও।
এফএম নিউজ…
আপনার এগিয়ে যাওয়ার সঙ্গী…
বিজ্ঞাপন ও বার্তা বিভাগঃ 018-311 06 108