বনানীর টিএনটি বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ড

0
366

প্রতিবেদকঃ রোদেলা হক ভূঁইয়া, দূর্ঘটনা ও শোক সংবাদ বিভাগ

আজ শনিবার ভোর ৩:৩০ এ বনানীর টিএনটি বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে প্রায় কয়েক শ বাড়িঘর পুড়ে গেছে। অনুমান করা হচ্ছে, অগ্নিকাণ্ডের সূচনা হয়েছে গ্যাস লিক হয়ে। তবে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত নিশ্চিত হয়ে বলা যাচ্ছে না কিভাবে আগুনের সূত্রপাত হয়েছে।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাসেল শিকদার আজ প্রথম আলোকে বলেন, আগুন লাগার ঘটনা জানার সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসের দল সেখানে ছুটে যায়। ফায়ার সার্ভিসের ২২টি ইউনিট সেখানে গিয়ে সকাল সাতটার মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় কারও হতাহত হওয়ার ঘটনা ঘটেনি। কিন্তু কয়েক শ ঘর বাড়ি পুড়ে গেছে।

এফএম নিউজ…

আপনার এগিয়ে যাওয়ার সঙ্গী…

বিজ্ঞাপন ও বার্তা বিভাগঃ 018-311 06 108