ডেস্ক রির্পোটঃ বিনোদন বিভাগ
এই প্রথমবারের মতো বই নিয়ে হাজির হচ্ছেন জনপ্রিয় অভিনেত্রী প্রিয়া আমান এর প্রথম কাব্যগ্রন্থ। তার বইটির নাম ‘গগন জ্বালানো মেয়ে’’। বইটি বাজারে এনেছে জাগৃতি প্রকাশনী। এই কাব্যগ্রন্থর মাধ্যমে লেখিকা হিসেবে আত্নপ্রকাশ করবেন অভিনেত্রী প্রিয়া আমান। অভিনেত্রী হিসেবে উঠে এলেও লেখালেখির অভ্যাসটা আগে থেকেই ছিল প্রিয়া আমানের। বড় পর্দায় অভিষিক্ত হলেও ছোট পর্দায় বেশ ব্যস্ত সময় অতিক্রম করছেন অভিনেত্রী প্রিয়া আমান।
দেশের প্রায় পাঁচ শতাধিক প্রকাশনী সংস্থা ব্যস্ত রয়েছে নতুন বই প্রকাশের নানা কর্মকাণ্ড নিয়ে। প্রতিবারের মতো এবারের মেলায়ও শোবিজ তারকাদের লেখা বই প্রকাশ হয়েছে। প্রিয় তারকাদের প্রকাশিত বই পাঠকের মাঝে তৈরি করেছে আগ্রহ।
বাঙালির প্রাণের মেলা অমর একুশে বইমেলা। সারা বছর অনেকেই এ মেলার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে থাকেন। একুশে ফেব্রুয়ারি ভাষা দিবস হওয়ায় এমনই এটি আবেগের জায়গা। তার ওপর আবার এ উপলক্ষে মাতৃভাষার বইয়ের মেলা। তাই আবেগ-চেতনা অন্য মাত্রায় গিয়ে পৌঁছে। বাংলা একাডেমির উদ্যোগে একাডেমির চত্বরসহ সোহরাওয়ার্দী উদ্যানে বসেছে এ মেলা।
অভিনেত্রী প্রিয়া আমান বলেন, ‘অমর একুশে গ্রন্থমেলায় ‘গগন জ্বালানো মেয়ে’ নামের একটি কাব্যগ্রন্থ প্রকাশ পাচ্ছে। এবারই প্রথম বই প্রকাশ হতে যাচ্ছে আমার। প্রথম কাব্যগ্রন্থ লেখার অভিজ্ঞতা হলো। ভালো লাগার কথা বলে বোঝাতে পারব না। কাব্যগ্রন্থটি বইমেলার প্রথম দিন থেকেই ৩৭৩, ৭৪ ও ৭৫ নম্বর স্টলে পাওয়া যাবে। বিষয়টি সত্যিই ভালোলাগার। আমার বিশ্বাস, পাঠকরা প্রথম কাব্যগ্রন্থটি পছন্দ করবেন।’
অভিনেত্রী প্রিয়া আমান এর অভিষেক হয়েছিল ‘অদৃশ্য শত্রু’ ছবির মধ্য দিয়ে চলচ্চিত্রে প্রবেশ। এ ছবিটি ব্যবসা সফলতায় খুব একটা সফলতার মুখ দেখাতে না পারলেও প্রিয়ার অভিনয় ঠিকই প্রশংসিত হয়েছিল দর্শক মহলে। এর পর থেকে অবশ্য ছোট পর্দাতেই বেশি ব্যস্ত সময় পার করছেন এ অভিনেত্রী। বিভিন্ন ধারাবাহিক ও এক ঘণ্টার নাটকে অভিনয় করছেন।এফএম নিউজ…
আপনার এগিয়ে যাওয়ার সঙ্গী…
বিজ্ঞাপন ও বার্তা বিভাগঃ 018-311 06 108