নজর কাড়ছেন সুহাসিনী ‘মানসী প্রকৃতি’; খুব ব্যস্ত অভিনয়ে

0
718

প্রতিবেদকঃ বিপা চৌধুরী, বিনোদন প্রতিনিধি

বর্তমানে অভিনয়ে খুব ব্যস্ত সময় পার করছেন অভিনেত্রী মানসী প্রকৃতি। আকর্ষণীয় গড়নের এ অভিনেত্রী সদা সুহাসিনী। নজর কাড়ছেন সাধারণ দর্শকদের। শুটিং সেটে সর্বদা সরব শোরগোল উপস্থিতি তার। আজ তার কিছু চলমান কাজের শিডিউল জানাবোঃ আজ থেকে চার দিন নাগরিক টিভিতে প্রচারিত হলো মানষী প্রকৃতি অভিনীত ৮ পর্বের ধারাবাহিক নাটক ঘড়ি। নাটকটি রচনা করেছেন, ইফতেখার ইফতি এবং পরিচালনায় আশরাফী মিঠু। গতকাল থেকে রাত ৮ টায় নাগরিক টিভিতে প্রচারিত হচ্ছে নাটকটি।

এছাড়াও এই অভিনেত্রীর অভিনীত মেগা সিরিয়াল বউ শাশুড়ি প্রচারিত হচ্ছে, প্রতি শনি রবি ও সোম বার রাত ৮: 8০ মিনিটে বৈশাখী টিভিতে। মেগা সিরিয়ালটির গল্প লিখেছেন টিপু আলম মিলন। চিত্রনাট্য এবং পরিচালনা করেছেন আকাশ রঞ্জন। এছাড়াও মানসী প্রকৃতি ব্যস্ত আছেন নাটক ভোক্তার অধিকার, প্রিয় প্রতিবেশী ইত্যাদি কাজ নিয়ে।

উল্লেখ্য, মানসী প্রকৃতি অভিনীত ভোক্তার অধিকার নাটকটি প্রচারিত হচ্ছে একুশে টিভিতে শনি, রবি, সোমবার রাত ৯:৩০ মিনিটে। নাটকটি রচনা করেছেন হাসান হাফিজুর রহমান এবং পরিচালনায় কামরুল হাসান সুজন, গল্পঃ কারচুপি।

এছাড়াও প্রিয় প্রতিবেশী নাটকটি প্রচারিত হচ্ছে প্রতি শুক্র ও রবিবার রাত ৯:৩৫ মিনিটে চ্যানেল আইতে। নাটকটি রচনা করেছেন মাসুম শাহরিয়ার এবং পরিচালনায় আবুল হায়াত। এটি একটি ১৯৫২ ইন্টারটেনমেন্ট প্রোডাকশন।

এফএম নিউজ…

আপনার এগিয়ে যাওয়ার সঙ্গী…

বিজ্ঞাপন ও বার্তা বিভাগঃ 018-311 06 108