প্রতিবেদকঃ রোদেলা হক ভূঁইয়া, শিক্ষা ও সাহিত্য বিভাগ
টম এন্ড জেরিকে চেনে না এ রকম বর্তমান সময়ের মানুষ খুঁজে পাওয়া মুশকিল। ছোট শিশু থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত সকল বয়সের মানুষের কাছে খুবই পরিচিত একটি কার্টুন ‘টম এন্ড জেরি’। টম অ্যান্ড জেরি হল আমেরিকান এনিমেটেড একটি কমেডি শর্ট ফিল্ম। ১৯৪০ সালে উইলিয়াম হ্যান্না এবং জোসেফ বারবেরা এটি নির্মাণ করেন। ১৯৩৯ সালে তারা সর্ব প্রথম হলিউডের একটি স্টুডিওতে টম এন্ড জেরির কার্টুন অঙ্কন করেন। ১৯৪০ সালের ১০ ফেব্রুয়ারি প্রথম রিলিজ হয় এই কার্টুন।
আমেরিকা ও তৎকালীন সোভিয়েত রাশিয়ার ঠান্ডা লড়াইয়ের চিত্র ফুটিয়ে তোলা হয়েছে টম অ্যান্ড জেরির চারিত্রিক বৈশিষ্ট্যের মাধ্যমে। অ্যানিমেটেড শর্ট-এর ক্যাটেগরিতে অস্কার মনোনয়নও জুটে যায়। সে সময়ে অবশ্য অ্যানিমেটরদের কোনও কৃতিত্ব দেওয়া হয়নি। কারণ প্রযোজনা সংস্থা তখনও ওই জুটিকে নিয়ে ইতস্তত করছে। এই রকম সময়ে টেক্সাস থেকে এক জন প্রভাবশালী শিল্পপতির চিঠি এল। তিনি জানতে চেয়েছিলেন, সেই মজার বেড়াল-ইঁদুরকে আবার কবে দেখা যাবে? প্রথম পর্বে তাদের নাম ছিল জ্যাসপার ও জিঙ্কস, পরে যা পরিবর্তিত হয় টম ও জেরিতে। এর পরের দুই দশক হ্যান্না আর বারবেরা টম-জেরির ১০০টি শর্ট বানিয়েছিলেন। সপ্তাহের পরে সপ্তাহ লেগে যেত একটা শর্ট বানাতে। প্রযোজনার খরচ লাগত ৫০ হাজার ডলার।
ইঁদুর বেড়ালের বৈরী সম্পর্কের কথা আমরা সবাই জানি। টম এন্ড জেরি’ কার্টুনে টম হল একটি নিলাভ রঙয়ের, অনেক ক্ষেত্রে ধূসর ছাই রঙয়ের বিড়াল এবং জেরি হল বাদামী রঙয়ের একটি ইঁদুর যে একই বাড়ীতে টমের সাথেই থাকে। সারাক্ষণ দুজনের মধ্যে অনেক কিছু নিয়ে মারামারি ঘটে। অনেক সময় টম জিতে যায়, আবার অনেক সময় জেরি জিতে যায়। টম একটু বোকা স্বভাবের আবার অন্যদিকে জেরি হল যেমন চালাক তেমনি দুষ্টু। নানা কৌশলে চিজ খাইয়ে জেরি কে ঘায়েল করার চেষ্টা করে টম। কিন্তু বরাবরের মতই টম ব্যর্থ হয় আর জেরি চিজ খেয়ে তার দুষ্ট বুদ্ধির দরুন পার পেয়ে যায়। বারবেরা বলেন, “কার্টুনের চরিত্রগুলো কথা বলবে কি না, তা নিয়ে কোনো আলোচনা হয়নি নিজেদের মধ্যে। তবে চার্লি চ্যাপলিনের মত নীরব চলচ্চিত্র দেখে বড় হওয়া নির্মাতারা জানতেন যে কোনো ডায়লগ না থাকলেও একটি চলচ্চিত্রকে যথেষ্ট হাস্যরসাত্মক হিসেবে উপস্থাপন করা যায়।” বিল হ্যান্না মারা যান ২০০১ সালে এবং জো বারবেরার মৃত্যু হয় ২০০৬ সালে। মারা যাওয়ার এক বছর আগে জো বারবেরা শেষবারের মত টম অ্যান্ড জেরির একটি পর্ব তৈরি করেন, যেটি ছিল সঙ্গী বিল হ্যান্নাকে ছাড়া তার তৈরি করা টম অ্যান্ড জেরির প্রথম পর্ব।
এফএম নিউজ…
আপনার এগিয়ে যাওয়ার সঙ্গী…
বিজ্ঞাপন ও বার্তা বিভাগঃ 018-311 06 108