চট্টগ্রাম সিটি মেয়র নাছির উদ্দীনের বিকল্পও মেয়র নাছির উদ্দীন

0
955

প্রতিবেদকঃ আছিফ রহমান শাহীন, চট্রগ্রাম

ঘনিয়ে আসছে চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচন। কে হবেন আওয়ামীলীগের মেয়র প্রার্থী, তা নিয়ে আছে নানান জল্পনা-কল্পনা। তবে দলীয় মনোনয়ন বোর্ডের বিবেচনায় আবারও আ জ ম নাছির উদ্দীন প্রার্থী হতে পারেন বলে মনে করছেন সমর্থকরা। বীর চট্টলায় প্রয়াত মেয়র মহিউদ্দিন চৌধুরীর যেমন বিকল্প ছিল না তৈরী হয়নি।ঠিক তেমনি আ জ ম নাছির উদ্দীনের ও বিকল্প সমকক্ষ কিনবা তুলনিয় এখনো চট্টগ্রামে তৈরী হয়নি হবে ও না। আ জ ম নাছির উদ্দীনের বিকল্প তিনি নিজেই। স্কুল ছাত্রলীগ দিয়ে যার রাজনীতির শুরু সেই মানুষ আজ রাজনীতির জীবন্ত পাঠশালা। সেই পাঠশালার অগণিত ছাত্র আজ দেশের আওয়ামী রাজনীতির উজ্জ্বল নক্ষত্র। সাধারণ আওয়ামীলীগ কর্মীরা মনে করেন অনেকে আজকে নিজের যোগত্যার থেকে ও উত্তরাধিকার রাজনীতির অংশীদার হয়ে বেশী যোগ্য। যারা ওয়ার্ড এর সভাপতি হওয়ার যোগ্য নয় বাবার হাত ধরে তারা আজকে মেয়র হওয়ার স্বপ্ন দেখছেন। কিন্তু আ জ ম নাছির উদ্দীন রাজনীতির উতপ্ত রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে এক ইস্পাত কঠিন নাম। যে নামের ভিত্তির উপর দাঁড়িয়ে বাংলাদেশ আওয়ামীলীগ। তাই তৃতীয় বারের আওয়ামী ক্ষমতার মধু মাসে মাম্মি ড্যাডির সন্তানেরা মেয়র হওয়ার স্বপ্নে বিভ্রান্ত। তাই তৃণমূল মনে করে মধুমাস এর পরে বৈশাখী তাণ্ডবলীলা কে সামাল দিবেন।তখন এই সব স্বপ্নের রাজপুত্ররা ইউরোপ আমেরিকা চলে যাবেন। রাজপথের সারথি হয়ে তখনও রাজপথেই থাকবেন আ জ ম নাছির উদ্দীন। তাই আ জ ম নাছির উদ্দীনের বিকল্প আ জ ম নাছির উদ্দীন।

এফএম নিউজ…

আপনার এগিয়ে যাওয়ার সঙ্গী…

বিজ্ঞাপন ও বার্তা বিভাগঃ 018-311 06 108