টলিউডের নায়িকা কোয়েল মল্লিকের এক নতুন অনুভূতি

0
474

প্রতিবেদকঃ বিপা চৌধুরী, বিনোদন প্রতিনিধি

টলিউডের জনপ্রিয় নায়িকা কোয়েল মল্লিক। সপ্তম বিবাহ বার্ষিকীতে এবার নিজেই দিলেন সুখবর। কোয়েল মল্লিক তার সোশ্যাল মিডিয়াতে ঘোষণা করেন তার পরিবারে নতুন অতিথির আগমন ঘটতে যাচ্ছে। অর্থাৎ মা হতে চলেছেন কোয়েল মল্লিক। স্বামী নিসপাল সিং এর সঙ্গে একটি ছবি পোস্ট করে ফেসবুকে কোয়েল মল্লিক লেখেন,দিন গুলো গড়িয়ে যাচ্ছে ছোট্ট হাত-পায়ের ছোট ছোট লাথি, ঘুশি, আর ডিগবাজিতে। এক নতুন প্রাণের আগমন আমার ভেতরে। এ যেন সত্যিই এক অন্যরকম অনুভূতি। আমার জীবনে এক জিলমিলি রুপোলি সুতো জড়িয়ে যাচ্ছে। তাকিয়ে আছি সেই দিনটির দিকে, যেদিন আমাদের সন্তান পৃথিবীর আলো দেখবে। ভবানীপুরে, মল্লিক বাড়িতে এখন খুশির বন্যা বইছে।

কোয়েলের নিজের কথায়, এ আনন্দ আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। রোজ একটু করে উপলব্ধি করছি ব্যাপারটাকে। উপভোগ করছি। বাড়িতে সবাই ভীষণ খুশি। তবে, মা হচ্ছেন বলে কাজ ছাড়ছেন না কোয়েল মল্লিক। জুলাই-আগস্টে শুরু হতে যাচ্ছে তার নতুন ছবি মিতিন মাসির পরের পর্ব। সেই ছবি দিয়ে আবারো ফিরবেন তিনি, এমনই আসা কোয়েল মল্লিকের। স্বামী নিসপাল সিং ও বেশ উত্তেজিত এমন খুশির খবরে। কোয়েলের মা হবার খবরে শুভেচ্ছা জানিয়ে পোস্ট করেছেন তার সহ অভিনেতা, অভিনেত্রীরা। অভিনেতা জিৎ, তিনটি স্মাইলী দিয়ে লেখেন, অভিনন্দন কোয়েল। অভিনেত্রী মিমি চক্রবর্তী লিখেন, তোমার বাচ্চার সুস্বাস্থ্য কামনা করছি। অভিনেত্রী নুসরাত লিখেন, অভিনন্দন দিদি, তোমার বাচ্চার জন্য অনেক আশীর্বাদ রইল। শ্রাবন্তী লেখেন, ওয়াও! তোমার সুন্দর পরিবারকে অনেক ভালোবাসা। পরমব্রত লিখেন, সুপার, সুপার, সুপার, খবর। অভিনন্দন বন্ধু।

উল্লেখ্য, ২০০৩ হরনাথ চক্রবর্তী পরিচালিত, নাটের গুরু জিতের বিপরীতে অভিনয়ের মাধ্যমে গুরু হয় কোয়েলের চলচ্চিত্র পথ চলা। এরপর একে একে অভিনয় করেছেন, নীল আকাশের চাঁদনী, ঘরে ও বাহিরে, শুধু তুমি, বাদশা দা কিং, মানিক, শুভদৃষ্টি, বন্ধন, হিরো, ঘাতক, প্রেমের কাহিনী, ককপিট, শেষ থেকে শুরু , সাত পাকে বাঁধা, জ্যাকপট, বর আসবে এখুনি, লাভ, চিরসাথী, মন মানে না, বলোনা তুমি আমার, মন যে করে উরু উরু, নবাব নন্দিনী, পাগলু, অরুন্ধতী, ইত্যাদি অনেক ছবিতে।

এফএম নিউজ…

আপনার এগিয়ে যাওয়ার সঙ্গী…

বিজ্ঞাপন ও বার্তা বিভাগঃ 018-311 06 108