২৫ দিন একসঙ্গে লঞ্চে রাত কাটাবেন সিয়াম-পরী

0
451

প্রতিবেদকঃ বিপা চৌধুরী, বিনোদন প্রতিনিধি

একজন অভিনয় শিল্পীকে চরিত্রের প্রয়োজনে কত কিছুই না করতে হয়। তারই জ্বলন্ত উদাহরণ হলেন এবার সিয়াম ও পরী। শুটিংয়ের জন্য এবার ২৫ দিন বিরতিহীনভাবে লঞ্চের রাত কাটাতে হবে সিয়াম, পরীকে। অ্যাডভেঞ্চার অফ সুন্দরবন সিনেমায় আবারও একসঙ্গে দেখা যাচ্ছে সিয়াম ও পরীমনিকে। ছবিটি পরিচালনা করছেন, আবু রায়হান জুয়েল। আগামী ১৩ মার্চ থেকে সদরঘাট লঞ্চ যাত্রার মধ্য দিয়ে শুটিং শুরু হচ্ছে ছবিটির। যাত্রা শেষ হবে সুন্দরবন গিয়ে। পরিচালক বলেন, মাঝে ২৫ দিন লঞ্চে বিরতিহীনভাবে চলবে শুটিং। তাই শুটিংসহ থাকা, খাওয়া, ঘুমানো সব কিছুই হবে লঞ্চে। তারপর ফিরবো ঢাকায়। অ্যাডভেঞ্চার অফ সুন্দরবন ২০১৮-২৯ অর্থবছরে সরকারি অনুদানের সিনেমা হতে যাচ্ছে।

বিখ্যাত লেখক, মো: জাফর ইকবালের রাতুলের রাত, রাতুলের দিন অবলম্বনে নির্মিত হচ্ছে অ্যাডভেঞ্চার অফ সুন্দরবন ছবিটি। প্রথমে এই ছবিটির নাম ছিল’ নসু ডাকাত কুপোকাত। পরবর্তীতে ছবিটির নাম পরিবর্তন করে দেওয়া হয়েছে অ্যাডভেঞ্চার অফ সুন্দরবন। চিত্রনাট্য রচনা করেছেন, জাকারিয়া সৌখিন। পরিচালক আবু রায়হান বলেন,সিয়াম চুক্তিবদ্ধ হয়েছে চলতি মাসের শুরুতে। আগামীকাল বিশ্ব সাহিত্য কেন্দ্রে ছবিটির গল্পকার, শিল্পী এবং কলাকুশলীদের নিয়ে আয়োজন করা হয়েছে একটি অনুষ্ঠানের। সেখানেই চুক্তি স্বাক্ষর করবেন পরীমনি। ছবিটি নিয়ে সিয়াম বলেন, অ্যাডভেঞ্চার অফ সুন্দরবন ছবিতে চুক্তিবদ্ধ হয়েছি, এটি মোহাম্মদ জাফর ইকবাল স্যারের উপন্যাস থেকে নির্মিত হতে যাচ্ছে। আর স্যারের গল্পে কাজ করা এটি সত্যিই বড় সৌভাগ্যের ব্যাপার। খুবই খুশি আমি ছবিটিতে কাজ করতে পেরে। উল্লেখ্য সিয়াম ও পরি, সম্প্রতি চয়নিকা চৌধুরী পরিচালিত’ বিশ্ব সুন্দরী ‘ ছবিটির শুটিং শেষ করেছেন। বিশ্ব সুন্দরী সিয়াম পরী জুটির প্রথম কাজ । সিয়ামের চলচ্চিত্রে অভিষেক হয় পূজা চেরির বিপরীতে পোড়ামন ২ দিয়ে। প্রথম ছবিতেই অসাধারণ অভিনয় করে দর্শক মহলে দারুন সাড়া ফেলেন সিয়াম আহমেদ। অন্যদিকে, পরীমনির চলচ্চিত্রে অভিষেক ঘটে সাইমনের বিপরীতে রানা প্লাজা ছবির মাধ্যমে। পরবর্তীতে ছবিটি মুক্তি না পেলেও, সবার নজর কারেন সুন্দরী নায়িকা-পরীমনি। চলতি বছরের বিশেষ কোনো দিনে বিশ্ব সুন্দরী মুক্তি পেতে পারে বলে জানিয়েছেন ছবিটির নির্মাতা।

এফএম নিউজ…

আপনার এগিয়ে যাওয়ার সঙ্গী…

বিজ্ঞাপন ও বার্তা বিভাগঃ 018-311 06 108