প্রতিবেদকঃ আছিফ রহমান শাহীন, চট্রগ্রাম
মাননীয় প্রধানমন্ত্রীর সাথে দেখা করেছেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দসহ, বর্তমান উপজেলা চেয়ারম্যান, সাবেক উপজেলা চেয়ারম্যান সহ জেলা আওয়ামীলীগের আট সদস্যের প্রতিনিধিদল। প্রতিনিধিদলের নেতৃত্ব দেন মুক্তিযোদ্ধা এক সময়ের তুখোড় ছাত্রলীগ নেতা সদ্য সাবেক জেলা আওয়ামীলীগের সদস্য নুরুল হুদা। তিনি বলেন জেলা আওয়ামীলীগসহ বর্তমান উপজেলা চেয়ারম্যান সাবেক উপজেলা চেয়ারম্যান সহ আট সদস্য নিয়ে আমরা মাননীয় প্রধানমন্ত্রীর সাথে দেখা করি। জননেত্রী শেখা হাসিনা আমাদের কাছে ডেকে দীর্ঘ সময় দিয়ে আমাদের কথা শুনেছেন। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমাদের চাওয়া পাওয়া নাই।শুধু নেত্রীর সান্নিধ্য নিয়ে একজন কর্মী হয়ে সম্মান নিয়ে বেচেঁ থাকতে চাই।
১৯৭১ সালে জাতিরজনক বঙ্গবন্ধুর ডাকে ৯ মাসের রক্তক্ষয়ী যুদ্ধে অংশনিয়ে দেশ স্বাধীন করেছি। স্কুল ছাত্রলীগের সভাপতি ছিলাম।কলেজ ছাত্রলীগের সভাপতি ছিলাম।উপজেলা ছাত্রলীগের সভাপতি ছিলাম।জেলা।ছাত্রলীগের ও সভাপতি ছিলাম।একক ভাবে থানা আওয়ামীলীগের নেতৃত্ব দিয়েছি। উপজেলা আওয়ামীলীগের তিন তিন বারের নির্বাচিত সাধারণ সম্পাদক আমি। আওয়ামীলীগের দূঃসময়ে বুকে হুলিয়া জারি নিয়ে আওয়ামীলীগকে আগলে রেখেছি। সেই আওয়ামীলীগ থেকে আমরা নির্বাসিত। কেন আমরা নির্বাসিত বলতে পারেন! বর্তমানে চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামীলীগ এর এক ভয়ানক রাম রাজত্ব চলছে যারা আমরা সেদিন আওয়ামীলীগের রাজপথের সারথি ছিলাম আজকে কোথাকার কাদের নিয়ে পকেট কমিটি করছেন আমরা জানি না। যেখানে আমরা নুন্যতম সদস্য হিসাবে নাই। এই সব কথা আমরা মাননীয় প্রধানমন্ত্রীর সাথে প্রাণ খুলে বলেছি।মমতাময়ী নেত্রী আমাদের কথা শুনেছেন। সাথে থাকার আশ্বাস দিয়েছেন। প্রতিনিধিদলে আরো ছিলেন ফটিকছড়ি উপজেলার বর্তমান নির্বাচিত চেয়ারম্যান আবু তৈয়ব, রাউজান উপজেলা চেয়ারম্যান এহসানুল হায়দার চৌধুরী বাবুল, মিরসরাইয়ের সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব গিয়াস উদ্দিন, সাবেক চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামীলীগ যুগ্ম সাধারণ সম্পাদক ইউনুছ গনি চৌধুরী, সাবেক জেলা আওয়ামীলীগের সদস্য শাহ্ নেওয়াজ প্রমুখ।
এফএম নিউজ…
আপনার এগিয়ে যাওয়ার সঙ্গী…
বিজ্ঞাপন ও বার্তা বিভাগঃ 018-311 06 108