মানব পাচার বিষয়ক প্রায় ৬ হাজার মামলা বিচারাধীন

0
361

প্রতিবেদকঃ শামীমা আফরোজ, অনিয়ম ও অপরাধ বিভাগ

সারাদেশে প্রায় ৬ হাজার মামলা বিচারাধীন। মানব পাচার অপরাধের দ্রুত বিচারের লক্ষ্যে দেশের সাতটি বিভাগীয় শহরে বিশেষ ট্রাইব্যুনাল গঠন করতে যাচ্ছে সরকার। এসব ট্রাইব্যুনালের জন্য বিচারপতির পদ সৃজন করা হয়েছে।ট্রাইবুনাল স্থাপনের কাজ একেবারে শেষ পর্যায়ে। ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, বরিশাল,মানবপাচার অপরাধ দমন ট্রাইব্যুনাল তৈরি হচ্ছে। আগামী মার্চের মধ্যে কার্যক্রম শুরু হবে বলে জানা গেছে। প্রায় ৮বছর পর আলোর মুখ দেখতে যাচ্ছে ট্রাইবুনাল আইন প্রণয়নের ক্ষেত্রে। ২০১২ সালের মানব পাচার প্রতিরোধ আন্দোলনের ২১ ধারায় ধরণ ট্রাইবুনাল স্থাপনের কথা বলা আছে। ১৮০ দিনের মধ্যে মামলায় বিচার শেষের বাধ্যবাধকতাও রয়েছে। সারাদেশে মানব পাচারের ঘটনায় দায়ের করা প্রায় ৬ হাজার মামলা বিচারাধীন। এখন সারাদেশে মানবপাচারের সকল কাজ শিশু ও নারী নির্যাতন দমন ট্রাইব্যুনালে উপর রয়েছে।ট্রাইব্যুনালে নারী ও শিশু নির্যাতনের মামলার চাপ বেশী থাকায় দীর্ঘায়িত হচ্ছে মানব পাচার মামলার বিচার । মানব পাচারের সকল কার্যক্রম পরবর্তীতে মানবপাচার ট্রাইবুনাল থেকেই হবে বলে জানান,বিশিষ্ট আইনমন্ত্রী আনিসুল হক। আইনে ১৮০ দিনের মধ্যে বিচারকার্য শেষ করার বাধ্যবাধকতা রয়েছে ।আইনের এসংক্রান্ত ধারায় বলা হয়েছে, কোন কোন অপরাধের জন্য ট্রাইব্যুনাল ১৮০ দিনের মধ্যে বিচার কার্য সম্পন্ন করবে বলে জানা গেছে। মানব পাচারের জন্য মৃত্যুদন্ড যাবজ্জীবন কারাদণ্ড ও সর্বনিম্ন ৭ বছর কারাদণ্ড এবং ৫লাখ টাকা অর্থদণ্ডের বিধান আছে।

এফএম নিউজ…

আপনার এগিয়ে যাওয়ার সঙ্গী…

বিজ্ঞাপন ও বার্তা বিভাগঃ 018-311 06 108