প্রতিবেদকঃ বিপা চৌধুরী, বিনোদন বিভাগ
১০ ফেব্রুয়ারী সোমবার ছিল চিত্রনায়িকা শাহানুরের জন্মদিন। আর এই বিশেষ দিনটি নায়িকা শাহনুর সারাদিন কাটিয়েছেন পথশিশুদের সাথে। শাহনুর বলেন, এভারগ্রীন জুম বাংলাদেশ একটি শিশু সংগঠন, আমি তার ব্রান্ড এম্বাসেডর। ওদের সাথে জন্মদিন কাটাতে পেরে খুব ভালো লাগছে। আমাকে পেয়ে ওরা আনন্দে মেতে উঠেছিল। আর ওদের মুখে হাসি দেখার জন্যই বারবার আমি ওদের কাছে ছুটে যাই। ওদের আনন্দ হাসিটাই আমার কাছে সব। এছাড়াও শাহানুর জন্মদিন উদযাপনের সকল অর্থ মসজিদ নির্মাণ কাজে দান করেছেন।
এফএম নিউজকে শাহনুর বলেন, মানুষ যে আমাকে এত ভালবাসে জন্মদিনে বুঝলাম। সত্যি আমি খুব খুশি হয়েছি। আমার জন্মদিনের ২/৩ আগে থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যম, গণমাধ্যম যেমন – দৈনিক পত্রিকাগুলো, অনলাইন নিউজ, অনলাইন টিভি, ইউটিউব চ্যানেল প্রায় সব জায়গাতেই জন্মদিনের খবর ফলাও করে প্রচার করেছে। সবার কাছে ঋণী আমি। বুঝেছি সবাই আমাকে কতটা ভালোবাসে। সবার এই ভালোবাসা আমার কাছে অনেক দামী।
![]()
শাহনুর এ পর্যন্ত অভিনয় করেছেন ৬০ টিরও বেশি চলচ্চিত্রে। এগুলোর মধ্যে উল্লেখযোগ্য চলচ্চিত্রগুলো হলো – হাজার বছর ধরে,নযন ভরা জল , সাহসী মানুষ চাই, প্রেম সংঘাত, বর্তমানে শেষ করেছেন ইন্দুবালা, পাগলি বিপ্লব, ইত্যাদির ছবি। এছাড়াও শাহানুর প্রায় ৪০০ মত নাটকে অভিনয় করেছেন।
নিজে অভিনয় করেছেন নায়ক শাকিব খান থেকে শুরু করে, মান্না, রুবেল, ফেরদৌস, রিয়াজ, বাপ্পির সাথেও। বর্তমানে, রফিক শিকদার পরিচালিত বসন্ত বিকেল ছবিটি নিয়ে ব্যস্ত সময় পার করছেন অভিনেত্রী শাহনূর।
![]()
সমাজসেবাতেও আছে তার সরব উপস্থিতি।
এফএম নিউজ…
আপনার এগিয়ে যাওয়ার সঙ্গী…
বিজ্ঞাপন ও বার্তা বিভাগঃ 018-311 06 108