প্রতিবেদকঃ বিপা চৌধুরী, বিনোদন বিভাগ
বর্তমান সময়ের জনপ্রিয় অভিনেত্রী ইরা শিকদার সম্প্রতি শেষ করলেন অগ্নি বিপ্লবের ছবির শুটিং। ছবিটি পরিচালনা করেছেন- আজিম খান এবং প্রযোজনা- আনোয়ার সিকদার টিটন। ছবিতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন ইরা শিকদার তার বিপরীতে অভিনয় করেছেন অন্তর খান। ছবিটিতে আরও অভিনয় করেছেন চিত্র নায়িকা মুনমুন, শাহানুর, প্রবীর মিত্র, শিবা শানু।
ছবির শুটিং হয়েছে ঢাকার বিভিন্ন লোকেশনে যেমন, প্রিয়াংকা শুটিং স্পট, খতিব খামার বাড়ি, উত্তরা আশ্রয় শুটিং স্পট, শ্যামলী ইত্যাদি বিভিন্ন লোকেশনে। ছবিটির চিত্রনাট্য, গীতিকার, সুরকার, প্রযোজক আনোয়ার সিকদার টিটন নিজেই। ছবিটিতে রয়েছে মোট পাঁচটি গান। ছবিটি নির্মাণ হচ্ছে, ত্রিফল এ ফিল্ম মাল্টিমিডিয়ার ব্যানারে। অভিনেত্রী ইরা শিকদারের এটি সাত নম্বর ছবি।
উল্লেখ্য, ছবিটির শুটিং শুরু হয়েছিল গত মাসের ২৮ তারিখ থেকে। চিত্র নায়ক অন্তরের সাথে ইরা শিকদারের এটি ২য় মুভি। চিত্র নায়ক অন্তরের এর আগে ৩ টি ছবি রিলিজ হয়েছে।
ছবিটিতে অভিনয় প্রসংগে অভিনেত্রি ইরা শিকদার বলেন, এই ছবিতে অভিনয় করে আমার খুব ভালো লেগেছে। ছবির নাম ভুমিকায় অভিনয় করলাম আর আমার চরিত্রও ছিলো অগ্নি টাইফের তাই ভালোলাগা টাও ছিলো অনেক বেশি। কারণ আমি এই ধরনের চরিত্র খুব পছন্দ করি এবং আমি মনে করি আমি এই ধরনের চরিত্রের জন্য উপযোগি। দর্শক ছবিটি কেনো দেখবে এমন প্রশ্নের জবাবে ইরা শিকদার বলেন, আসলে এটি একটি কঠিন প্রশ্ন। কিন্তু আমি মনে করি দর্শক ছবিটি দেখবে কারণ এটি একটি ভরপুর প্যাকেজ- ছবিটিতে একশন, রোমানটিক, সব কিছুই থাকছে। দর্শক ছবিতে একসাথে অনেক কিছু পাবে। যেখানে একশন, রোমানটিক, হাশি, কান্না সব কিছুই থাকছে। ছবিটি দেখে দর্শক আশাহত হবেন না। ছবিটি অবসশ্যই দর্শকদের ভালো লাগবে কারণ এর গল্পও অসাধারণ।
এফএম নিউজ…
আপনার এগিয়ে যাওয়ার সঙ্গী…
বিজ্ঞাপন ও বার্তা বিভাগঃ 018-311 06 108