দুই ছবিতে তানভীরঃ বালুচরে অভিষেক

0
410

প্রতিবেদকঃ বিপা চৌধুরী, বিনোদন বিভাগ

আবু হুরায়রা তানভীর, বদরুল আলম সৌদ পরিচালিত গহীন বালুচর সিনেমার মধ্য দিয়ে চলচ্চিত্রে অভিষেক ঘটে তার। সিনেমাটিতে তার বিপরীতে অভিনয় করেন নবাগতা নীলাঞ্জনা নীলা এবং মুন। সেই সিনেমাটি মুক্তির পর দীর্ঘদিন নতুন কোন সিনেমায় অভিনয় করতে দেখা যায়নি এই অভিনেতাকে।

তবে দীর্ঘদিন পর, দুটি ছবিতে চুক্তিবদ্ধ হলেন এই অভিনেতা। একটি সিনেমার নাম রাতজাগা ফুল, এটি নির্মাণ করছেন জনপ্রিয় অভিনেতা মীর সাব্বির। মির সাব্বিরের এটি প্রথম সিনেমা। এ ছবিতে অভিনয় করছেন আবু হুরায়রা তানভীর। সিনেমাটির চিত্রনাট্যে এবং মূল ভাবনায় আছেন অভিনেতা মীর সাব্বির নিজেই। সিনেমাটি ২০১৮- ১৯ অর্থবছরে সরকারি অনুদান লাভ করে। বিশেষ গোপনীয়তা অবলম্বন করে ঢাকা, কালিয়াকৈর, এবং পুবাইলে ছবিটির শুটিং হয়। ছবিতে তানভীরের বিপরীতে অভিনয় করার কথা আছে জান্নাতুল ফেরদৌস ঐশীর।

এছাড়াও, সাম্প্রতি গত ২৭ জানুয়ারি তানভীর চুক্তি বদ্ধ হন আরও একটি নতুন সিনেমায়। সিনেমাটির নাম আকবর। ছবিটি নির্মাণ করছেন তরুণ নির্মাতা সৈকত নাসির। সাসপেন্সে ভরপুর এই সিনেমাটির কাজ খুব দ্রুত শুরু হবে বলে জানা গেছে। অভিনেতা তানভীর সিনেমাটিক গল্প নিয়ে বলেন, গল্প বেশ টুইস্ট আছে, আমার কাছে অনেক ভালো লেগেছে। আশা করছি দর্শকদের ভাল লাগবে। এই ছবিটিতে, তানভীর এর বিপরীতে কে অভিনয় করছেন তা এখনো চূড়ান্ত নয়। গত দুই বছরে আবু হুরাইরা তানভীরকে বড়পর্দায় আর দেখা যায়নি। তবে তিনি কাজ করে গেছেন, ছোটপর্দায় নাটক, মিউজিক ভিডিও, স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র, এবং বিজ্ঞাপনে। দীর্ঘদিন পর আবার তানভীরকে অভিনয় করতে দেখা যাবে বড়পর্দায়।

এফএম নিউজ…

আপনার এগিয়ে যাওয়ার সঙ্গী…

বিজ্ঞাপন ও বার্তা বিভাগঃ 018-311 06 108