প্রতিবেদকঃ রোদেলা হক ভূঁইয়া, বিনোদন বিভাগ
ইউটিউব হচ্ছে সবচেয়ে জনপ্রিয় ভিডিও শেয়ারিং সাইট। বর্তমানে ইউটিউব শব্দটার সাথে পরিচিত নন এমন মানুষ খুঁজে পাওয়া দুষ্কর। পড়াশোনা থেকে শুরু করে দৈনন্দিন প্রায় সকল প্রকার কাজে ইউটিউব এর ব্যবহার অতুলনীয়। চলো আজ ইউটিউব এর বিস্তারিত জেনে আসা যাক। ইউটিউব (ইংরেজি: YouTube) একটি ভিডিও আদান-প্রদান করার ওয়েবসাইট। ওয়েব ২.০ এর অন্যতম কর্ণধার ইউটিউব বর্তমান ইন্টারনেট জগতের একটি অত্যন্ত জনপ্রিয় ভিডিও শেয়ারিং সাইট যা এর সদস্যদের ভিডিও আপলোড, দর্শন আর আদান-প্রদানের সুবিধা দান করে আসছে।
১৪ই ফেব্রুয়ারি ২০০৫ সালে প্রতিষ্ঠিত এই প্রতিষ্ঠানটির পেছনে ছিলেন মূলত পেপ্যাল প্রতিষ্ঠানের তিন প্রাক্তন চাকুরীজীবি, চ্যড হারলি, স্টিভ চ্যন আর বাংলাদেশী বংশদ্ভুত জাওয়েদ করিম। ইউটিউব বর্তমানে একটি আয়ের উৎস। বিশ্বব্যাপী ইউটিউবের গ্রাহক সংখ্যা ১৯০ কোটি। এটা বিশ্বের দ্বিতীয় বৃহত্তম ওয়েবসাইট। ইউটিউবে প্রতিদিন প্রায় ১০০ কোটি ভিডিও স্ট্রিম হয়। এই বিশাল জনপ্রিয়তার জন্য অন্যতম পছন্দের ওয়েবসাইট এটা।
বাংলাদেশে সফল ইউটিউবারের উদাহরণ টানতে গেলে প্রথমেই আসেন আয়মান সাদিক। তিনি একজন বাংলাদেশি ব্যক্তিত্ব, বক্তা এবং অনলাইন শিক্ষক। তারপর আছেন সালমান মুক্তাদির। SalmoN The BrownFish নামক একটি চ্যানেলের মাধ্যমে হাস্যরসাত্মক ভিডিও আপ্লোড করে যিনি মানুষকে প্রতিনিয়ত বিনোদন দিয়ে যাচ্ছেন। এছাড়াও আছেন সোলায়মান সুখন, রাবা খান, শামীম হাসান সরকার, আসিফ বিন আজাদ, রিদি শেখসহ অনেক নামকরা ইউটিউবার।
এ পর্যন্ত বিশ্বের সর্বাধিক দেখা ইউটিউব ভিডিওর তালিকাতে সবচেয়ে বেশি দেখা শীর্ষ ১০টি ভিডিও হল- 1.Despacito -Luis Fonsi featuring Daddy Yankee. প্রদর্শন-5.45 বিলিয়ন বার 2.See You Again-Wiz Khalifa featuring Charlie Puth. প্রদর্শন-3.72 বিলিয়ন বার 3.Shape of You-Ed Sheeran. প্রদর্শন-3.72 বিলিয়ন বার 4.Masha and the Bear: Recipe for Disaster Get Movies প্রদর্শন-3.23 বিলিয়ন বার 5.Gangnam Style-Psy. প্রদর্শন-3.20 বিলিয়ন বার 6.Uptown Funk-Mark Ronson featuring Bruno Mars.প্রদর্শন-3.19 বিলিয়ন বার 7.Sorry-Justin Bieber. প্রদর্শন-2.99 বিলিয়ন বার 8.Sugar-Maroon প্রদর্শন-2.72 বিলিয়ন বার 9.Shake It Off-Taylor Swift.প্রদর্শন-2.63 বিলিয়ন বার 10.Roar-Katy Perry. প্রদর্শন-2.61 বিলিয়ন বার
এফএম নিউজ…
আপনার এগিয়ে যাওয়ার সঙ্গী…
বিজ্ঞাপন ও বার্তা বিভাগঃ 018-311 06 108