এবারের পহেলা বৈশাখে ‘চটপটি’ পাবেন সবাইঃ তারেক মাহমুদ

0
486

প্রতিবেদকঃ রোদেলা হক ভূঁইয়া, বিনোদন বিভাগ

সংবাদের শিরোনাম দেখে জিভে পানি আসেনি তো? আসলেও সমস্যা নেই সিনেমার দর্শকরা সত্যি এবারের পহেলা বৈশাখে চটপটি পাচ্ছেন। তবে এই চটপটি সাধারণ চটপটি নয় বরং তারেক মাহমুদের একটি নতুন চলচ্চিত্র, নাম: চটপটি। চলচ্চিত্রটির কাহিনী, সংলাপ, চিত্রনাট্য ও গীত লিখেছে তারেক মাহমুদ নিজেই। এতে প্রধান চরিত্রে অভিনয় করছেন আরজে নিরব খান, জারা ও চমক তারা।

এছাড়া অন্যান্য চরিত্রে সিরাজ হায়দার, আমির সিরাজী, কচি খন্দকার ও অন্যান্য। তবে পরিচালক বলেন নতুনদের নিয়েই কাজ করা হয়েছে। একটি বাউল পরিবারের প্রেক্ষাপটে নির্মাণ করা হয়েছে চলচ্চিত্রটি। বাবার স্বপ্ন পূরণের লক্ষ্যে ছেলের আপ্রাণ প্রচেষ্টা। হিরো নিরব খানের বাবা একজন বাউল শিল্পী । তিনি ছেলেকে পড়াশোনা করিয়েছেন এবং উচ্চ শিক্ষার জন্য ছেলেকে ঢাকা শহরে পাঠিয়েছেন। শহরে আসার পর বাবার ইচ্ছে পূরণের জন্য কঠোর পরিশ্রম করে নায়ক এবং অবশেষে তিনি বাবার স্বপ্ন পূরণ করতে সমর্থ হন। শুরু হয় সঙ্গীতশিল্পী হিসেবে তার নতুন জীবন। কিন্তু নায়িকা জারা কে না পাওয়ার বেদনা তার রয়েই যায়। চলচ্চিত্রটির সম্পর্কে পরিচালক তারেক মাহমুদ বলেন, “এটি একটি প্রেমের গল্প। মানবিক গল্প ও শিল্পী হওয়ার গল্প। সাধারণ মানুষের কথা মাথায় রেখে নির্মাণ করা হয়েছে চলচ্চিত্রটি।

চলচ্চিত্রটি এমন ভাবে তৈরি করা হয়েছে যে এটি দেখার পর মনে হবে যেন গল্পটি আপনার নিজেরই। এত সুন্দর একটি ভিন্নধর্মী নাম বেছে নেয়ার পেছনে কোন কারণ লুকিয়ে আছে কিনা জানতে চাইলে পরিচালক তারেক মাহমুদ বলেন, “চটপটি একটি খাবার আইটেম যেখানে টক, ঝালের সংমিশ্রণ থাকে। তেমনি এই চলচ্চিত্রটিতে আমাদের জীবনের সুখ-দুঃখ, হাসি-কান্না, আশা-হতাশা, সংগ্রাম, স্বপ্ন এই সব কিছু‌র সংমিশ্রণকে তুলে ধরা হয়েছে নিখুঁতভাবে। সে জন্য এর নাম দেয়া হয়েছে চটপটি। তাছাড়া এই চলচ্চিত্রে একটি চটপটি ডিসকো বার রয়েছে যেখানে নায়ক নিরব খানের শিল্পী জীবনের সূচনা ঘটে। এক চটপটি বিক্রেতার সঙ্গে নায়কের সখ্যতা গড়ে উঠে এবং তার মাধ্যমে নায়ক একজন সঙ্গীত শিল্পীর সাথে পরিচিত হন আর এভাবেই শুরু হয় নায়কের ক্যারিয়ার।”

পরিচালক তারেক মাহমুদের এটিই প্রথম চলচ্চিত্র। এর আগে তিনি পঁয়ত্রিশ টি খন্ড নাটক বানিয়েছেন। ভাষা আন্দোলনের ডকুমেন্টারি করেছেন। চলচ্চিত্রটির শুটিং শেষ হয়ে গেছে গত ৩০ জানুয়ারি। এখন এর ডাবিং চলছে। ডাবিং ও প্রায় শেষের পথে। সমস্ত কাজ শেষ হয়ে গেলে পহেলা বৈশাখে ছবিটি মুক্তি পাবে বলে আশা করা যায়, জানান নির্মাতা। তিনি সকলকে সিনেমা হলে গিয়ে ছবিটি দেখার জন্য অনুরোধ করেছেন। পরিচালক তারেক মাহমুদ বলেন, “এটি একটি কমার্শিয়াল ছবি। এটা সাধারণ মানুষের ভালো লাগবে। চলচ্চিত্রটিতে বিনোদনের সব ধরনের উপাদান রয়েছে।”

এফএম নিউজ…

আপনার এগিয়ে যাওয়ার সঙ্গী…

বিজ্ঞাপন ও বার্তা বিভাগঃ 018-311 06 108